ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরীয়া ইস্টবেঙ্গল (East Bengal)। নর্থ ইস্ট ইউনাইটেড দারুণ ফর্মে রয়েছে এমনটা না। ভালো মন্দ মিশিয়ে তাদের মরসুম। এই প্রতিপক্ষের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে আজ সল্টলেক স্টেডিয়ামে নামবে ইস্টবেঙ্গল। দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে অনিশ্চিত এক বিদেশি ফুটবলার।
চলতি মরসুমের শুরুটা ভালোই করেছিল ইস্টবেঙ্গল। ক্রমে পেয়ে বসে পুরনো রোগ। গোল করে এগিয়ে যাওয়ার পরেও একাধিক পয়েন্ট নষ্ট। যার ফলে ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার নীচের দিকে অবস্থান করছে দল। টিম গেম খেলার চেষ্টা করলেও লাল হলুদ জার্সিতে বারবার ধরা দিয়েছে ব্যক্তিগত মুন্সিয়ানা। হাতেগোনা কয়েকজনকে বাদ দিলে দলের বেশিরভাগ ফুটবলার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বিদেশিরাও সমালোচনার বাইরে নন।
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আজকের ম্যাচের অনিশ্চিত বোরহা হেরেরা। চোটের কবলে পড়েছিলেন তিনি। খেলতে পারেননি পাঞ্জাব এফসির বিরুদ্ধে। হেরেরার ফিটনেস স্ট্যাটাস বর্তমানে কী সেটা প্রকাশ্যে আসেনি। ফলত নিশ্চিত করে বলা যাচ্ছে স্প্যানিশ মিডফিল্ডার আজকের ম্যাচে খেলতে পারবেন কি না।
ইস্টবেঙ্গলের হয়ে চলতি মরসুমে যে ক’জন মোটামুটি ভালো খেলেছেন তাদের মধ্যে বোরহা হেরেরা একজন। মাঝমাঠে দলের খেলা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। তিনি খেলতে না পারলে মাঝমাঠের অন্যান্য ফুটবলারদের খেলা তৈরি করার জন্য বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।