হিজাজি মাহেরকে নিয়ে বিশেষ পরিকল্পনা কুয়াদ্রাতের, কী ভাবছেন East Bengal কোচ?

ইন্ডিয়ান সুপার লিগের গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে এগিয়ে থেকেও পরাজিত হয়েছে লাল-হলুদ ব্রিগেড (East Bengal)। দলের খেলোয়াড়দের পারফরম্যান্স শুরু থেকেই একেবারে ঝাঁঝালো থাকলেও তা…

Carles Cuadrat Hijazi Maher

ইন্ডিয়ান সুপার লিগের গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে এগিয়ে থেকেও পরাজিত হয়েছে লাল-হলুদ ব্রিগেড (East Bengal)। দলের খেলোয়াড়দের পারফরম্যান্স শুরু থেকেই একেবারে ঝাঁঝালো থাকলেও তা ধরে রাখা সম্ভব হয়নি কারুর পক্ষে। শেষ মুহূর্তে গোল করে বেঙ্গালুরুকে জয় এনে দিয়েছেন জাভি হার্নান্দেজ। 

এছাড়াও নিম্নমানের রেফারিংয়ের প্রসঙ্গ উঠেছে একাধিকবার। তবে সেই সমস্ত কিছু ভুলে এবার প্রস্তুতি ম্যাচের দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতার এই প্রধান। আসলে আগামী, কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে মার্ডাকা কাপ। যারফলে জাতীয় দলের হয়ে খেলতে যেতে হবে বিভিন্ন দলের ফুটবলারদের। ম্যাচের সেই কটা দিন বন্ধ থাকবে আইএসএল।

তাই সমস্ত দিক বিবেচনা করেই দলের বাকি ফুটবলারদের নিয়ে বেশকিছু প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। যার মধ্যে রয়েছে আইলিগের শক্তিশালী ফুটবল দল গোকুলাম কেরালা এফসি। যতদূর খবর, আইলিগের এই শক্তিশালী দলের সঙ্গেই নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে মশাল ব্রিগেড। এছাড়াও এই দ্বিতীয় ডিভিশন লিগের আরও কয়েকটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে দলকে দেখে নিতে চান লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। পাশাপাশি এখান থেকেই হিজাজি মাহেরকে ম্যাচ ফিট করার পরিকল্পনা থাকবে এই স্প্যানিশ কোচের।

Advertisements

এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মাহের সবেমাত্র কিছুদিন হল এসেছে। আমাদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে। ওকে সমস্ত কিছু বোঝাতে হবে। তাছাড়া আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলার ও কথা রয়েছে কয়েকটা। তারমধ্যে একটা হতে পারে গোকুলাম কেরালা দলের বিপক্ষে। এই সমস্ত ম্যাচ থেকেই ওকে ফিট করে তুলতে হবে। সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে ওকে সাহায্য করতে হবে। ওকে আমাদের সমস্ত কৌশল বোঝাতে হবে। পাশাপাশি দলের রিজার্ভ বেঞ্চে থাকা ফুটবলারদের দিকেও বাড়তি নজর দিতে হবে।