মহামেডানের বিপক্ষে নামার আগে কী বলছেন বিনো জর্জ? জানুন

East Bengal's Coach Bino George

এবারের কলকাতা লিগের (Calcutta Football League) প্রথম ম্যাচে রেনবো এফসির বিপক্ষে গোলশূন্যভাবে আটকে যেতে হলেও দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ( East Bengal)। দ্বিতীয় ম্যাচে ওয়েস্টবেঙ্গল পুলিশকে ৪-২ গোলে হারানোর পর তৃতীয় ম্যাচে রেলওয়েকে ১ গোলের ব্যবধানে পরাজিত করেছিল ময়দানের এই প্রধান।

তারপর আবার চতুর্থ ম্যাচে বেহালা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্র করতে হলেও পরের ম্যাচ থেকে ফের ঘুড়ে দাঁড়ায় মশাল ব্রিগেড। তারপর সময় এগোনোর সাথে সাথে ইস্টার্ন রেলওয়ে থেকে শুরু করে কলকাতা কাস্টমস হোক কিংবা উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব প্রত্যেকের বিপক্ষেই উঠে আসে সহজ জয়। তাই বেশকিছু ম্যাচ বাকি থাকতেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলে কলকাতার এই প্রধান।

   

আগামীকাল থেকেই কলকাতা লিগের সুপার সিক্সের লড়াই শুরু করছে বিনো জর্জের ছেলেরা। যেখানে তাদের মুখোমুখি হতে হবে চেরনিশভের মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। এক কথায় বলতে গেলে ফের মিনি ডার্বি। উল্লেখ্য, গত ১৭ তারিখ সুপার সিক্সের লড়াই শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচেই খিদিরপুর ফুটবল ক্লাবকে ৫ গোলে হারায় ময়দানের এই আরেক প্রধান। তাছাড়া গ্রুপের শেষ ম্যাচে বেশ কয়েকদিন আগেই বাস্তব রায়ের মোহনবাগান দলের বিপক্ষে খেলতে হয়েছিল সাদা-কালো দলকে। সেই ম্যাচে পিছিয়ে থেকে ও ২-২ গোলে ম্যাচ ড্র করেছিল মহামেডান। তাই দল যে ব্যাপক ছন্দে আছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।

অন্যদিকে, গোটা টুর্নামেন্ট জুড়ে এখনো পর্যন্ত অপরাজিত আছে ইমামি ইস্টবেঙ্গল দল। তাই কালকের ম্যাচে ও সেই পারফরম্যান্স ধরে রাখার পরিকল্পনা থাকবে তাদের। সেইজন্য বিগত কয়েকদিন ধরেই বিনো জর্জের নেতৃত্বে বিশেষভাবে অনুশীলন করেছে গোটা দল। তবে আমন সিকে থেকে শুরু করে জেসিনের মতো ফুটবলারদের প্রথমদিকে দেখা না গেলেও কালকের ম্যাচে প্রথম থেকেই খেলতে পারেন দুজনে।

আগামীকালের এই মিনি ডার্বি নিয়ে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে বিনো জর্জ বলেন,” এবারের সুপার সিক্সের লড়াই যথেষ্ট কঠিন হতে চলেছে। তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইস্টবেঙ্গল ও মহামেডান দুই দলের ইতিহাস নিয়ে নতুন করে কিছু বলার নেই। আগামীকাল এই ম্যাচকে কেন্দ্র করে যে জমজমাট হতে চলেছে কিশোরভারতী স্টেডিয়াম তা বলার অপেক্ষা রাখে না। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন