বিমান ধরতে না পেরে কোচের চিন্তা বাড়ালেন ইস্টবেঙ্গল ফুটবলার

রবিবার চীনে এশিয়ান গেমসের জন্য রওনা হওয়া ভারতীয় ফুটবল দলের সঙ্গে যেতে পারেননি ডিফেন্ডার কনসাম চিংলেনসানা সিং ও লালচুংনুঙ্গা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)- এর সূত্র উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে,

Chinglensana Singh, Lalchungnunga

রবিবার চীনে এশিয়ান গেমসের জন্য রওনা হওয়া ভারতীয় ফুটবল দলের সঙ্গে যেতে পারেননি ডিফেন্ডার কনসাম চিংলেনসানা সিং ও লালচুংনুঙ্গা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)- এর সূত্র উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে কলকাতা থেকে দিল্লিগামী লালচুংনুঙ্গার বিমানটি জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। ইস্ট বেঙ্গল ডিফেন্ডারের ভিসা এবং অন্যান্য কাগজপত্র চীন ভ্রমণের জন্য প্রস্তুত ছিল, তবে সময়মতো দিল্লিতে পৌঁছাতে পারেনি তিনি।

লালচুংনুঙ্গা সোমবার চীনের উদ্দেশ্যে রওনা হবেন। চিংলেনসানার তার সঙ্গে থাকবেন। চিংলেনসানা সোমবার বিকেলে তার ভিসা পাবেন বলে আশা করা হচ্ছে। জাতীয় শিবিরে শেষ মুহূর্তে তার নাম জায়গা পেয়েছিল। তাই তার ভিসা পেতে কিছুটা দেরি হয়েছে।

এশিয়ান গেমসের জন্য বিগত কয়েক দিন খবরের শিরোনামে উঠে এসেছিল ভারতীয় ফুটবল। স্কোয়াড বাছাই নিয়ে জারি ছিল চাপা উত্তেজনা। এশিয়ান গেমসের জন্য পূর্ণ শক্তির দল হাতে পাচ্ছেন না জাতীয় দলের হেড কোচ ইগোর স্টিম্যাচ। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গনরা থাকলেও স্কোয়াডে অধিকাংশ ফুটবলার বয়সে তরুণ। এশিয়ার হেভিওয়েট দলের বিরুদ্ধে সম্মানজনক ফল পাওয়ার জন্য দলের রক্ষণ ভাগের ওপর অনেকটা নির্ভর করতে হবে কোচকে।

সঠিক সময়ে বিমান ধরতে না পারার জন্য হয়তো চীনের বিরুদ্ধে ম্যাচে লালচুংনুঙ্গা এবং চিংলেনসানাকে প্রথম একাদশে নামাতে পারবেন না কোচ ইগোর স্টিম্যাচ। কারণ মঙ্গলবার চীনের বিরুদ্ধে ভারতের ম্যাচ।