East Bengal: ডার্বি জয়ের পর কী বলছেন বিনো জর্জ? জানুন

Bino George Carlos Cuadrat in Player Selection at East Bengal: Announcement Coming Soon

রবিবার রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের পরবর্তী রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতার চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপারজায়ান্টস। নির্ধারিত সময়ের শেষে দুই গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড।

দলের হয়ে গোল পেয়েছেন তরুণ ফুটবলার সায়ন ব্যানার্জি এবং শ্যামল বেসরা। তাদের করা এই দুটি গোলেই এসেছে জয়। যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করেছে দলের ফুটবলারদের। উল্লেখ্য, কয়েকদিন আগে এই ফুটবল লিগেই ইস্টবেঙ্গল ক্লাবকে বড়সড় ব্যবধানে হারিয়েছিল মোহনবাগান। যা নিঃসন্দেহে বিরাট ধাক্কা ছিল সমর্থকদের কাছে। তবে এই ম্যাচে জয় পেয়ে যথেষ্ট খুশি কোচ বিনো জর্জ।

   

পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রথম থেকেই দলকে যেভাবে খেলাতে চেয়েছিলেন ঠিক সেটাই হয়েছে। দলের ফুটবলাররা যথেষ্ট ভালো খেলেছে। তবে প্রথমার্ধের যে নিশ্চিত গোল বাতিল করা হয়েছিল সেটা পেলে হয়ত আরও সুবিধা পেতে পারত দলের ছেলেরা। এই লিগেই তরুণ ফুটবলাররা নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ পায়। সেইমতো সবাই লড়াই চালিয়ে যায়। তবে এখনো এই রাউন্ডের আরো দুটো ম্যাচ রয়েছে। এখন সেদিকে নজর দিতে চাই। এই রাউন্ড থেকে পুরো পয়েন্ট পেতে চাই।

উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যেই আইএসএলের শক্তিশালী দল জামশেদপুর এফসির পাশাপাশি টুর্নামেন্টের নতুন দল অ্যাডামাস ইউনাইটেডের বিপক্ষে খেলতে হবে সায়নদের। বাকি দুই ম্যাচে জয় পেলে পরবর্তীতে আরো অনেকটাই এগিয়ে থাকবে মশাল ব্রিগেড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন