আশঙ্কাই হয়তো সত্যি হচ্ছে। জর্ডন এলসের (Jordan Elsey) চোট গুরুতর। আপাতত তার মাঠে নামার কোনো সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে সম্প্রতি ভালো ফর্মে ছিলেন অস্ট্রেলিয়ার এই সেন্টার ব্যাক। অল্প দিনের মধ্যে হয়ে উঠেছিলেন লাল হলুদ জনতার নয়নের মণি।
মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে Durand Cup-এর ফাইনাল ম্যাচেও শুরু করেছিলেন তিনি। এই ম্যাচের চোট পেয়েছেন। হাঁটুতে চোট রয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এই চোটের কারণে আগামী কয়েক মাস মাঠে বাইরে থাকতে হবে তাকে। চোটের কারণে হয়তো ইন্ডিয়ান সুপার লীগের শুরুর দিকে কিছু ম্যাচেও খেলা হবে না তার।
𝐔𝐏𝐃𝐀𝐓𝐄
We wish Jordan Elsey a speedy recovery. 🫂#GetWellSoonJordan pic.twitter.com/UblOBVkpvX
— East Bengal FC (@eastbengal_fc) September 4, 2023
ইস্টবেঙ্গল জর্ডন এলসেকে যখন চূড়ান্ত করেছিল ক্লাব সমর্থকদের অনেকেই হয়তো খুব একটা খুশি হতে পারেননি। তারকা খচিত ইন্ডিয়ান সুপার লীগে জর্ডনের বায়োডাটা অনেকের হয়তো চোখে লাগবে না। মাঠে নেমে অনেক ফুটবল বোদ্ধাকে ভুল প্রমাণিত করেছেন এই অজি ফুটবলার। খুব তাড়াতাড়ি মানিয়ে নিয়েছিলেন দলের সঙ্গে। রক্ষণ ভাগে ধারাবাহিকভাবে ভরসা যুগিয়েছেন। প্রথম একাদশে হয়ে উঠেছিল নিয়মিত একজন ফুটবলার।
Durand Cup-এ ইস্টবেঙ্গলকে ফাইনাল ম্যাচে তোলার অন্যতম কারিগর ছিলেন তিনি। হাইভোল্টেজ ম্যাচে মোহন বাগান সুপার জায়ান্টের আক্রমণভাগের মুখ বন্ধ রেখেছিলেন বেশ কিছুক্ষণ। ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল হারলেও বেশ কিছু ইতিবাচক বিষয় রয়েছে তাদের পক্ষে। যার মধ্যে অবশ্যই একটি জর্ডন এলসে। সেই তিনিই আপাতত মাঠের বাইরে। ইস্টবেঙ্গল সমর্থকরা ইতিমধ্যে বলতে শুরু করেছেন, কপালটাই খারাপ।