Next Gen Cup: পাসিং ফুটবল কাকে বলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দেখাল প্যালেস

East Bengal FC vs Crystal Palace

ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল। নেক্সট জেন কাপের (Next Gen Cup) ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশের দুই যুব দল। ১-০ গোলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতেছে ক্রিস্টাল প্যালেস।

Advertisements

ম্যাচের ফলাফল দেখে মনে হতে পারে খেলা হয়েছে তুল্যমূল্য। আসলে তা নয়। ইস্টবেঙ্গল বেশিরভাগ সময় থেকেছে নিজেদের অর্ধে। বেশিরভাগ সময় বল ছিল ক্রিস্টাল প্যালেসের প্লেয়ারদের পায়ে। মাঠ, আবহাওয়া দু’টোই ভাল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেক্সট জেন কাপকে নিয়ে যে উত্তেজনা বাস্তবে সেই উত্তেজনা দেখা গেল কই? খাতায় কলমে প্রতিযোগিতামূলক ম্যাচ। কিন্তু হঠাৎ দেখলে মনে হতে পারে কোনও অনুশীলন ম্যাচ।

প্যালস নিখুঁত পাসিং ফুটবল খেলার চেষ্টা করেছে গোটা ম্যাচ জুড়ে। লাল হলুদ ব্রিগেড নিজেদের দূর্গ আগলে রেখেছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুত লয়ের খেলা দেখতেই দর্শকরা অভ্যস্ত। এই ম্যাচ ছিল মন্থর। প্যালেসের ফুটবলাররা প্রায় নিখুঁত পাস খেলার চেষ্টা করেছে গোটা ম্যাচ জুড়ে। একটি গোল পাওয়ার পরেও খেলার তীব্রতা খুব একটা বাড়ায়নি।

Advertisements

ইস্টবেঙ্গল কিছু আক্রমণ করার চেষ্টা করেছিল। গুইতের খেলা চোখে পড়েছে। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রাপ্তি বলতে গুইতে। অনুশীলন ম্যাচে গোল পেয়েছিলেন, এদিনও ভাল খেললেন। আক্রমণ গড়ার চেষ্টা করেছেন এধিকবার। ইস্টবেঙ্গলের আক্রমণগুলো ছিল নির্বিষ। প্যালেস দুর্গের সামনে লোকবল বাড়াতে পারেনি বিনো জর্জের ছেলেরা। দেবজিৎ রায় গোল করার সুযোগ পেয়েছিলেন। তাঁর নেওয়া দুর্বল শট রুখতে প্যালেস কিপারের কোনও অসুবিধা হয়নি।