East bengal womens team: বিপক্ষকে গোলের মালা, জিতল লাল-হলুদ ব্রিগেড

কন্যাশ্রী কাপ (kanyashree cup) ২০২২ এ দুপুর ১.৩০ এ ইস্টবেঙ্গল ক্লাব মাঠে ইমামি ইস্টবেঙ্গল (East bengal) বনাম বালি গ্রামাঞ্চল ক্রীড়া সমিতি ম্যাচ লাল হলুদ জিতল দুরন্ত ভাবে। বিপক্ষকে দিল ৯ গোল।

East bengal womens team

কন্যাশ্রী কাপ (kanyashree cup) ২০২২ এ দুপুর ১.৩০ এ ইস্টবেঙ্গল ক্লাব মাঠে ইমামি ইস্টবেঙ্গল (East bengal) বনাম বালি গ্রামাঞ্চল ক্রীড়া সমিতি ম্যাচ লাল হলুদ জিতল দুরন্ত ভাবে। বিপক্ষকে দিল ৯ গোল।

ইমামি ইস্টবেঙ্গলের ৯ গোলের মধ্যে রিম্পা হালদার ১, মৌসুমী মুর্মু ২, মিনা খাতুন ৩, সুলঞ্জনা রাউল ৩টি করে গোল দেন। বালি গ্রামাঞ্চল ক্রীড়া সমিতি কোনও গোল করতে পারেনি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কন্যাশ্রী কাপ আসলে কলকাতা মহিলা ফুটবল লীগ, যা কন্যাশ্রী কাপ নামেও পরিচিত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি মহিলা ফুটবল লীগ। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত, এটি ভারতের প্রাচীনতম মহিলা ফুটবল লীগ এবং ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা সংগঠিত, রাজ্যের সরকারি ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এই টুর্নামেন্টে পশ্চিমবঙ্গ, মূলত কলকাতার দলগুলি অংশগ্রহণ করে।

এবারের কন্যাশ্রী কাপের জন্য বিশেষ কয়েকটি পরিকল্পনা নিয়েছে আইএফএ। প্রতিযোগিতার জন্য ২৬ জন মহিলা রেফারিকে তৈরি করা হচ্ছে। এ ছাড়া এ বার থেকে এক জন প্রতিশ্রুতিমান মহিলা এবং পুরুষ রেফারিকে ২০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে আইএফএ।

ভারতের সব থেকে পুরনো মহিলাদের ফুটবল প্রতিযোগিতা ক্যালকাটা ওমেন’স ফুটবল লিগ। ১৯৯৩ সাল থেকে শুরু হয় এই টুর্নামেন্ট। ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের অনুপ্রেরণায় এই টুর্নামেন্টের নাম দেওয়া হয় কন্যাশ্রী কাপ। তার পর থেকে দু’বারই ট্রফি জিতেছে এসএসবি ওমেন ফুটবল ক্লাব।