কখন শহরে আসছে ইস্টবেঙ্গলের ওমেন্স টিম? জানুন

East Bengal Women’s Team Returns to Kolkata After Historic AFC Women’s Champions League Qualification

ভারতীয় ক্লাব ফুটবলে বর্তমানে যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে আসছে ইস্টবেঙ্গলের মহিলা দল (East Bengal Women’s Team)। গত সিজনে অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে দুরন্ত সাফল্য পেয়েছিল ময়দানের এই প্রধান। চমকপ্রদ ফুটবলের মধ্যে দিয়ে ইন্ডিয়ান ওমেন্স লিগ জয় করার পাশাপাশি কন্যাশ্রী কাপ ঘরে তুলেছিল মশাল ব্রিগেড। সেই সুবাদে এবার এএফসির ওমেন্স চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারী রাউন্ডে খেলার সুযোগ পেয়েছিল লাল-হলুদ শিবির। সেখানে ও বাজিমাত করে মহিলা দল। গত সোমবার কম্বোডিয়ার চ্যাম্পিয়ন দল পেন ক্রাউন এফসিকে পরাজিত করেছিল রেস্টি নানজিরিরা।

Advertisements

Also Read | জাতীয় দলে ডাক পেলেন এবারের ডুরান্ড জয়ী এই তিন তারকা

তারপর রবিবার সন্ধ্যায় হংকংয়ের শক্তিশালী কিচি এফসিকে আটকে দিয়ে গ্ৰুপ চ্যাম্পিয়ন হল অ্যান্থনি অ্যান্ড্রুজের ইস্টবেঙ্গল। গোল পেয়েছেন সঙ্গীতা বাস্ফোর। যারফলে এবার অনায়াসেই এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্ৰুপ পর্বে স্থান অধিকার করল মশাল কন্যারা। এক কথায় যা বিরাট সাফল্য। মহিলা দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। আগামী দিনে ও এই পারফরম্যান্স বজায় রাখার লক্ষ্য থাকবে সকলের। এবার দেশে ফেরার পালা। কিন্তু কখন শহরে আসছে ইস্টবেঙ্গলের ওমেন্স দল।

Advertisements

যতদূর জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামীকাল রাত ১০টা বেজে ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা সৌম্যা গুগুলথদের। তাঁদের আসার অপেক্ষায় এবার পথ চেয়ে বসে লাল-হলুদ সভ্য সমর্থকরা। উল্লেখ্য, ইস্টবেঙ্গলের এমন অভূতপূর্ব পারফরম্যান্সের দরুন ইতিমধ্যেই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বাংলার দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে প্রেরণা জোগাবে দেশের সকল তরুণ ফুটবলারদের।