East Bengal: প্রস্তুতি ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল

রবিবার, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ০-৩ গোলে জিতল ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)।নাওরেম মহেশ সিং, ভিপি সুহের, এলিয়ান্দ্রোর গোলে জয় পেয়েছে লাল হলুদ ব্রিগেড। ক্লোজ…

short-samachar

রবিবার, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ০-৩ গোলে জিতল ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)।নাওরেম মহেশ সিং, ভিপি সুহের, এলিয়ান্দ্রোর গোলে জয় পেয়েছে লাল হলুদ ব্রিগেড। ক্লোজ ডোরে এই প্রস্তুতি ম্যাচ খেলেছে স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা।

   

রাজারহাটে নবনির্মিত AIFF এক্সিলেন্স সেন্টার, সকাল ৯ টার সময়ে এই প্রস্তুতি ম্যাচ শুরু হয়। ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রোকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।এদিন জর্জের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে এলিয়ান্দ্রো গোল করে সমস্ত সমালোচনাতে ফুলস্টপ এনেছে। প্রস্তুতি ম্যাচে গত ইন্ডিয়ান সুপার লীগে এফসি গোয়ার বিরুদ্ধে জোড়া গোলের মালিক নাওরেম মহেশ সিং গোল পেয়েছেন। ভিপি সুহের নিজের ছন্দ ধরে রেখে জর্জের বিরুদ্ধে গোল করে হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের কাছে লাউড এন্ড ক্লিয়ার বার্তা ছুঁড়ে দিয়েছেন দলের প্রথম একাদশে জায়গাতে তিনিও অন্যতম দাবিদার।

প্রস্তুতি ম্যাচে প্রিয় দলের জয় সঙ্গে এলিয়ান্দ্রোকে নিয়ে একটা জল্পনা চলছিল তার ফর্ম নিয়ে এদিন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের স্কোর করার কারণে লাল হলুদ সমর্থকরা তাকে নিয়ে অনেকটাই আশ্বস্ত হতে পেরেছে।

প্রসঙ্গত,গত ইন্ডিয়ান সুপার লীগের (ISL) লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গল (Emami East Bengal) টিম ২০২২-২৩ ফুটবল মরসুমে প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপের নিয়মরক্ষার ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ৪-৩ গোলের ব্যবধানে জিতেছে। ইমামি ইস্টবেঙ্গল টিম চলতি ডুরান্ড কাপ টাইটেলশিপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এখন লাল হলুদ ব্রিগেডের ফোকাস কলকাতা লীগ এবং ISL। এই দুই টুর্নামেন্ট শুরুর আগে লাল হলুদ ব্রিগেড আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে এমনটাই খবর। অন্যদিকে, হেডকোচ স্টিফেন কনস্টাটাইন প্রস্তুতি ম্যাচে জয়কে খুব বেশি আমল দিতে নারাজ। কেননা,প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের যেরকম ম্যাচ টেম্পারমেন্ট থাকে টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের টেম্পারমেন্ট হয় সম্পূর্ণ আলাদা।

প্রতিপক্ষ দল টাইটেলশিপের ম্যাচে এক ইঞ্চিও জমি ছেড়ে দেয়না। সম্পূর্ণ আলাদা মেজাজে তখন খেলা হয়। তবে প্রস্তুতি ম্যাচ খেলে এটা বোঝাই যায় দলের দুর্বলতা এখনও ঠিক কোন পজিশনে,কোন পজিশনে আরও জোর দিতে হবে সঙ্গে খেলোয়াড়দের ফিটনেস ইস্যু সামনে আসে। তাই প্রস্তুতি ম্যাচ যত বেশি খেলা হবে ফুটবলারেরা তত বেশি করে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে পারবে এতে দল ঠিক কোন কম্বিনেশনে ফিট হতে পারে এই বিষয়েও একটা আভাস পাওয়া যেতে পারে।আর এই কারণেই জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে জয়কে লাল হলুদ হেডস্যার খুব বেশি আমল দিতে নারাজ।