East Bengal: কাপ চায় ক্লাব, আই লিগে ইস্টবেঙ্গল খেলবে দ্বিতীয় ডিভিশনে

East Bengal will play second division in i league

তিন পর্যায়ে এই মরশুমের আই লিগ দ্বিতীয় ডিভিশনের খেলা। প্রথম কোয়ালিফাইং রাউন্ড, দ্বিতীয় গ্রুপ লিগ। শেষে ফাইনাল রাউন্ড। আইএসএলের ক্লাব হিসেবে সরাসরি গ্রুপ লিগ থেকে খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)।

মার্চ থেকে শুরু গ্রুপ লিগ হবে সম্ভবত পাঁচ অথবা ছ’টি গ্রুপের প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন দলকে নিয়ে হবে দ্বিতীয় ডিভিশনের ফাইনাল রাউন্ড। ফেডারেশনের পক্ষ থেকে ঠিক হয়েছে, আইএসএলের কোনও দল যদি ফাইনাল রাউন্ডে ওঠে, সেই দলকে ফাইনাল রাউন্ড খেলতে দেওয়া হবে না। রিজার্ভ দলকে তৈরি রাখার জন্য শুধুই গ্রুপ লিগে খেলতে পারবে। যে গ্রুপ থেকে আইএসএলের কোনও দল ফাইনাল রাউন্ডে যাবে, সেই দলকে বাদ দিয়ে ফাইনাল রাউন্ডে সুযোগ দেওয়া হবে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দলকে।

   

একই মরশুমে আইএসএলে খেলার পাশাপাশি আই লিগের মূলপর্বে খেলার কোনও সুযোগ থাকবে না ইস্টবেঙ্গলের কাছে। রিজার্ভ দলকে খেলানোর জন্য ক্লাবের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন ইমামি কর্তারা। সারা বছর প্রতিযোগিতার মধ্যে রিজার্ভ দল থাকার কারণেই আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলার সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের। ডেভলপমেন্ট লিগে ইস্টবেঙ্গলের মতো ডেম্পোও দ্বিতীয় ডিভিশন খেলার সিদ্ধান্ত নিয়েছে।

ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ যেভাবে আই লিগের দ্বিতীয় ডিভিশনকে গুরুত্ব দিচ্ছেন, আই লিগের দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে আই লিগের প্রথম ডিভিশনে খেলাটাই আসল লক্ষ্য ইস্টবেঙ্গলের? আইএসএলের পাশাপাশি আই লিগের দ্বিতীয় ডিভিশন খেলার জন্য আইএসএলেরই ছ’টি দলের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবও রয়েছে। বাংলার একটি দল ইস্টবেঙ্গল আই লিগের দ্বিতীয় ডিভিশন খেলার সিদ্ধান্ত নিলেও আরেকটি দল মোহনবাগান অবশ্য দ্বিতীয় ডিভিশন খেলবে না বলেই স্থির সিদ্ধান্ত উপনীত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন