জয় দিয়েই ডুরান্ড অভিযান শুরু করতে চাইবে East Bengal

কলকাতা ফুটবল লিগ জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। সেই সঙ্গে ডুরান্ড কাপ জয়ের জন্যও ঝাঁপাবে লাল হলুদ শিবির। ডুরান্ড কাপ (Durand…

East Bengal

কলকাতা ফুটবল লিগ জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। সেই সঙ্গে ডুরান্ড কাপ জয়ের জন্যও ঝাঁপাবে লাল হলুদ শিবির। ডুরান্ড কাপ (Durand Cup 2024) জয়ের লক্ষ্যে সিনিয়র ফুটবলারদের ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নিতে পারেন ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লেস কুয়াদ্রত।

   

East Bengal: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই কৌশল অবলম্বন করতে পারে এয়ার ফোর্স

ইন্ডিয়ান সুপার লিগ খেলা সব টিমের কাছে ডুরান্ড কাপ সমান গুরুত্বপূর্ণ নয়। ইস্টবেঙ্গল এফসি, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসির মতো দল নিজেদের প্রায় পূর্ণ শক্তি নিয়ে এবারের ডুরান্ড কাপে দল নামিয়েছে। মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্টের মূল ভরসা রিজার্ভ দলের ফুটবলার। ডুরান্ড কাপ যে সব দলের কাছে সমান নয় সেটা অনুমেয়।

আইএসএল খেলা দলগুলোর কাছে ডুরান্ড মূলত প্রস্তুতির মঞ্চ। কোন দল কীভাবে প্রস্তুতির মঞ্চকে কাজে লাগাতে চাইছে সেটাই হল প্রশ্ন। দীর্ঘ মরসুমের কথা মাথায় রেখে বিদেশি ফুটবলর কিংবা ফার্স্ট টিমের ফুটবলারদের মাঠে নামিয়ে ঝুঁকি নিতে নারাজ কিছু দল। ইস্টবেঙ্গলের মনোভাব তেমন নয়। বরং মরসুমের শুরু থেকেই ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে দল নামিয়ে লাল হলুদ শিবির।

সকালে কলকাতায় পৌঁছে বিকেলেই Mohun Bagan তাঁবুতে মোলিনা

ভারতীয় বায়ুসেনার ফুটবল দলের বিরুদ্ধেও একাধিক তারকা ফুটবলারকে মাঠে নামিয়ে দিতে পারেন কুয়াদ্রত। দলে চোট সমস্যা রয়েছে। রিজার্ভ দলের একাধিক ফুটবলার ইংল্যান্ড গিয়েছেন নেক্সট জেন কাপ খেলার জন্য। এই অবস্থায় নিশ্চিত জয় লাভ করার জন্য ফার্স্ট টিমের ওপর কোচকে কিছুটা হলেও ভরসা করতে হতে পারে। নন্দকুমার শেখর, নাওরেম মহেশ সিং, দিমিত্রি দিয়ামানটাকোস প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছিলেন। ভারতীয় বায়ুসেনার ফুটবল দলের বিরুদ্ধেও লাল হলুদের কয়েকজন তারকা ফুটবলারকে দেখা যেতে পারে মাঠে।