শেষ রক্ষা হল না, হাজারো চেষ্টা সত্বেও গত মরশুম লাল হলুদের হয়ে নজর কাড়া ফুটবল খেলা হীরা মন্ডল’কে দলে ধরে রাখতে পারলো না ইস্টবেঙ্গল (East Bengal)। এখনও ক্লাবের চুক্তিজঁট কাটেনি, কবে কাটবে সেটাও স্পষ্ট নয়। এমন একটা সময় দুই বছরের চুক্তি’তে হীরা চলে গেলো বেঙ্গালুরু এফসি’তে।
নিঃসন্দেহে বিষয়টা একটা বিরাট ধাক্কা দেবে লাল হলুদ শিবির’কে। কিন্তু ক্লাবের তরফেও যদি কোনও নিশ্চয়তা না দেওয়া হয় সেখানে তখন কোনও চুক্তিবদ্ধ ফুটবলারের কিছু করার থাকেনা, এবার দেখার বিষয় হলো বাকী ফুটবলার’রা প্রি কন্ট্রাক্ট সাইন করে আর কয়েক দিন অপেক্ষা করে। ফুটবল মরশুম শুরু হতে আর বেশিদিন বাকী নেই যে।
এদিকে কানাঘুষো শোনা যাচ্ছে পঞ্জাবের এক গোলকিপার’কে পছন্দ হয়েছে ইস্টবেঙ্গলের। নর্থ ইস্ট ইউনাইটেডে ২০১৮ থেকে ২০২১ অবধি খেলা তরুণ গোলকিপার গুরমিত সিং’কে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল। তবে বিষয় হলো গোটা ব্যাপারটা এখনো প্রাথমিক স্তরে আছে। ২০২১ এ হায়দ্রাবাদ এফসি’তে ছিলেন তিনি, কিন্তু সেখানে একটার বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি।