মহামেডানের বিদেশি ফুটবলারকে পেতে ময়দানে ঝাঁপাল East Bengal

East Bengal want striker Deshorn Brown in the ISL squad

ইমামি গ্রুপের সাথে এখনও চুক্তি স্বাক্ষর হয়নি লাল-হলুদের। তবে দলবদলের কাজ এগিয়ে রাখতে চাইছেন ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের শীর্ষ কর্তারা। কলকাতার অপর প্রধান মহামেডান যখন আসন্ন আই লীগ দলগঠন অনেকটা করে ফেলেছে। আই এস এলে খেলে যাওয়া সফল স্ট্রাইকার দেশন ব্রাউনের সাথে কথা বার্তা এগিয়েছিল সাদা কালো শিবিরের। এবার সেই স্ট্রাইকারকে পেতেই ঝাপাল লাল-হলুদ শিবির।

মহামেডান সাথে কথা বার্তা অনেকটা এগিয়ে গিয়েছিল তার। কিন্তু হঠাৎ করেই লাল হলুদের অফারে কিছুটা হলেও ভাবাচ্ছে এই স্ট্রাইকারকে। আই এস এলে ৭ গোল করেছেন তিনি।গত দুই মরশুম বিদেশি নিয়ে বেশ সমস্যায় পরতে হয় ইস্ট বেঙ্গলকে। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে চেনা বিদেশি নিতে চায় তারা।

   

পাশাপাশি লাল হলুদ ছাড়া এই মুহূর্তে অন্য কোনো আই এস এলে খেলা অন্য কোনো দলের অফার নেই। তাই আই এস এলে খেললে লাল হলুদের খেলার সম্ভাবনা বেশি।

অন্যদিকে বিকাশ জাইরু কে ফের অফার দিয়েছে লাল হলুদ। এই উইঙ্গার কেও চুক্তি পত্র পাঠিয়েছিল সাদা কালো শিবির। কিন্তু ইস্ট বেঙ্গল অফারে নতুন করে আবার ভাবাচ্ছে অভিজ্ঞ ফুটবলারকে।

আক্ষরিক অর্থেই সাদা কালো শিবিরের ঘর ভাঙতে শুরু করেছে ইস্ট বেঙ্গল। সমর্থকরা যথেষ্ট চিন্তিত তাদের প্রিয় দল কবে ফুটবলার সই করবে। এই পরিস্থিতিতে নিঃসন্দেহে খুশি হবেন সমর্থকরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন