Kalinga Super Cup : ৩-২ গোলে কলিঙ্গ যুদ্ধে জিতল ইস্টবেঙ্গল

কলিঙ্গ যুদ্ধ জয় বাংলার৷ বহু প্রতিক্ষিত  জয় পেল ইস্টবেঙ্গল৷ কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) ৩-২ গোলে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা৷…

Kalinga Super Cup Final: East Bengal and Odisha FC

কলিঙ্গ যুদ্ধ জয় বাংলার৷ বহু প্রতিক্ষিত  জয় পেল ইস্টবেঙ্গল৷ কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) ৩-২ গোলে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা৷ টান টান উত্তেজনা আর অতিরিক্ত সময়ের খেলা শেষে  স্বস্তির নিশ্বাস ফেললেন মশালবাহিনী বাহকরা৷  পড়ুন খেলার সম্পূর্ণ ধারাবিরণী৷

  • 22:12:57-রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ। এবারের সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গল।
  • 22:00:47- জার্সি খোলার জন্য হলুদ কার্ড দেখলেন ক্লেটন
  • গোলললললল, গোল করলেন ক্লেটন সিলভা
  • 21:57:27-  খেলোয়ার বদল লাল-হলুদের। রাওকিপের বদলে আসলেন সুহেল।  গোলের সুযোগ হাতছাড়া লাল-হলুদের
  • 21:54:47- অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শুরু৷ গোলের সুযোগ হাতছাড়া ওডিশার
  • প্রথমার্ধের খেলা শেষ।
  • অতিরিক্ত সময় ১ মিনিট
  • কর্নার লাল-হলুদের।
  • খেলোয়ার বদল লাল-হলুদের। বোরহার বদলে এলেন অজয় ছেত্রী।
  • এবার গোলের সুযোগ হাতছাড়া রয় কৃষ্ণার।
  • লাল কার্ড দেখলেন সৌভিক চক্রবর্তী।
  • গোলের সুযোগ হাতছাড়া লাল-হলুদের।
  • লাল-হলুদের আক্রমণ। কিন্তু কোনো হলনা।
  • খেলোয়ার বদল ওডিশার‌। অতিরিক্ত সময়ের খেলা শুরু।
  • খেলার ফলাফল ২-২ গোল। গোল করলেন আহমেদ জাহু।
  • গোলললল। সমতায় ফিরল ওডিশা।
  • পেনাল্টি পেল ওডিশা।
  • সায়নের আক্রমণ কিন্তু না। অফসাইড।
  • অতিরিক্ত ৭ মিনিট দিলেন রেফারি।
  • হলুদ কার্ড দেখলেন সৌভিক চক্রবর্তী।
  • ওডিশার পাল্টা আক্রমণ। কিন্তু বিপদ হয়নি।
  • ফের খেলোয়াড় বদল লাল-হলুদের‌। বিষ্ণুর বদলে এলেন সায়ন ব্যানার্জী।
  • কর্নার ওডিশার অনুকূলে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ক্রমশ আক্রমণে ওঠার চেষ্টা। কিন্তু পাল্টা আক্রমণ বিষ্ণুর।
  • আক্রমন। কিন্তু গোলের সুযোগ হাতছাড়া করলেন পিভি বিষ্ণু।
  • বিপদজনক স্থানে সেটপিস ওডিশার। বিপদ মুক্ত করলেন প্রভসুখান গীল।
  • বসলেন নন্দকুমার।
  • এবার খেলোয়াড় বদল লাল-হলুদের‌। মাঠে এলেন বিষ্ণু।
  • খেলোয়ার বদল ওডিশার। মাঠে এলেন ভিগনেশ। মাঠ ছাড়লেন জেরী।
  • মরিসিওর আক্রমন। কিন্তু গোল এলনা এবার।
  • গোলের সুযোগ। কিন্তু না। কাজে লাগাতে পারলেননা সৌভিক।
  • লাল কার্ড। লাল কার্ড দেখলেন ওডিশা অধিনায়ক মুর্তাজা ফল।
  • হেড করতে গিয়ে আহত হলেন বোরহা।
  • পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা ওডিশার।
  • কর্নার ওডিশার।
  • বিপদজনক স্থানে ফ্রি-কিক ওডিশার।
  • গোলললললল! ২-১ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। গোল করলেন সাউল ক্রেসপো।
  • হলুদ কার্ড দেখলেন ফল।
  • পেনাল্টি পেল ইমামি ইস্টবেঙ্গল
  • ফের গোলের সুযোগ। কিন্তু কাজে লাগাতে পারলেননা নন্দকুমার শেখর।
  • সমতায় ফিরল ইস্টবেঙ্গল, ফলাফল ১-১
  • গোলললল।। গোল করলেন নন্দকুমার শেখর।
  • দ্বিতীয়ার্ধের খেলা শুরু
  • প্রথমার্ধের খেলা শেষ। ১-০ গোলে এগিয়ে ওডিশা এফসি।
  • কর্নার পেল ওডিশা। অল্পের জন্য রক্ষা লাল-হলুদের। গোলের সুযোগ হাতছাড়া লাল-হলুদের।
  • গোলললল। গোল করলেন দিয়াগো মরিসিও। ১-০ গোলে এগিয়ে গেল ওডিশা।
  • বিপদজনক স্থানে ফ্রি-কিক ওডিশার। শট নিচ্ছেন মরিসিও। কিন্তু কাজের কাজ কিছুই হলনা।
  • কর্নার। ক্লেটনের। গোলের সুযোগ। কিন্তু না। বিপদ মুক্ত করলেন ওডিশার গোলরক্ষক। ফের কর্নার।
  • হলুদ কার্ড দেখলেন রয় কৃষ্ণা। ফ্রি-কিক ইস্টবেঙ্গলের অনুকূলে। নিচ্ছেন পার্দো। কিন্তু কাজের কাজ কিছু হলনা। বিপদ মুক্ত করলেন ওডিশার গোলরক্ষক।
  • দিয়োগোর আক্রমন কিন্তু না। অল্পের জন‌্য রক্ষা পেল ইস্টবেঙ্গল। বাঁচালেন হিজাজি মাহের।
  • জেরির ক্রস। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আক্রমণে ওঠার চেষ্টা ওডিশার। যথেষ্ট চাপে লাল-হলুদ ডিফেন্স।
  • প্রতিপক্ষের আক্রমণে কার্যত চাপে লাল-হলুদ। আহত হয়েছেন পুইতিয়া।
  • গোলের সুযোগ হাতছাড়া করলেন সিভেরিও। পাল্টা চাপ বাড়াচ্ছে ওডিশা। যথেষ্ট সক্রিয় হয়ে উঠছেন রালতে। কর্নার ওডিশার অনুকূলে।
  • কাজের কাজ কিছুই হয়নি। চাপ বাড়ানোর চেষ্টা ক্লেটনদের। যথেষ্ট সক্রিয় হচ্ছেন মরিসিও। দাঁতে দাঁত চেপে লড়াই লাল-হলুদের।
  • ফের চাপ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল। কিন্তু প্রতিপক্ষের রক্ষনভাগে আটকে যেতে হচ্ছে রাওকিপদের। কর্নার আদায় ইস্টবেঙ্গলের।
  • গোলের সুযোগ। কিন্তু না। এবার গোলের সুযোগ হাতছাড়া করলেন দিয়াগো মরিসিও। অল্পের জন্য রক্ষা পেল ইমামি ইস্টবেঙ্গল।
  • ক্রমশ চাপ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল। আক্রমণ- প্রতি আক্রমনে দুই দল। গোলের সুযোগ। কিন্তু মিস করলেন রয় কৃষ্ণা।
  • বল নিয়ে উঠছেন মরিসিও। কিন্তু অফসাইডের ফাঁদে পড়লেন তিনি।
  • পাল্টা আক্রমণ ইস্টবেঙ্গল দলের। কিন্তু ওডিশার শক্তিশালী রক্ষনে বারংবার আটকে যাচ্ছে মশাল ব্রিগেড।
  • আক্রমণে উঠছে ওডিশা। অল্পের জন্য সুযোগ হাতছাড়া রয় কৃষ্ণার। কিছুটা হলেও চাপে ইস্টবেঙ্গল।
  • গোল লক্ষ্য করে শট। কিন্তু হলনা। ওডিশা গোলরক্ষকের দক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। অন্যদিকে, রেফারির সঙ্গে বিতর্কে দুই দলের ফুটবলার।
  • থ্রো-ইন লাল-হলুদের। শুরু থেকেই আক্রমণে ওঠার চেষ্টা ক্লেটনদের। অপরদিকে, রক্ষনভাগ শক্ত করার লড়াই ওডিশার।
  • শুরু হয়ে গেল খেলা।