হাতে মাত্র আর কটা দিন। সপ্তাহশেষে অর্থ্যৎ ১৯ অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগের হাইভোল্টেজ ডার্বি (Kolkata Derby) ম্যাচ। দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্ট-মোহনের (East Bengal vs Mohun Bagan) এই লড়াইকে চাক্ষুস করতে মুখিয়ে রয়েছেন বাংলার হাজার হাজার ফুটবল প্রেমীরা। তাই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার থার্মোমিটারে পারদ চড়তে শুরু করে দিয়েছে। অন্যদিকে পুজোর ছুটি শেষে জোর কদমে অনুশীলনে নেমে পড়েছেন দুই দলের ফুটবলাররা। মাঠের বাইরে হোক কিংবা ভিতরে দুই ক্লাবের সমর্থকরা একে অপরকে কটাক্ষ করতে ছাড়েনা কেউই।
হল না শেষরক্ষা! ‘পাক বধে’ বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত
মশাল বাহিনী এবং নৌকা বাহিনীর এই মহারণ দেখতে যুবভারতীতে ভিড় জমান দুই ক্লাবের হাজার হাজার সমর্থকরা। দেবীর বোধনের সাথেই শুরু হয়েছিল কলকাতা ডার্বির অনলাইন টিকিট বুকিংয়ের আসর। আসন্ন ১৯ শে অক্টোবর আয়োজিত কলকাতা ডার্বির আয়োজক হিসেবে দায়িত্বে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। আজ থেকে শুরু হল ডার্বি ম্যাচের অফলাইন টিকিট বিক্রি। কোথায় টিকিট পাওয়া যাবে সেই বিষয়ে গতকাল জানিয়েছে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য অফলাইন টিকিট পাওয়া যাবে ১৫ থেকে ১৮ অক্টোবর রুবির মোড়ে ক্লাবের তৈরি বক্স অফিসে। সেখানে টিকিট বিক্রির সময় সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বাড়ছে উত্তেজনার আঁচ, 🔥
দিন বাকি আর পাঁচ! 🖐️Get your derby tickets online 🎟️👉 https://t.co/2x7sU77ixk#JoyEastBengal #ISL #EBFCMBSG @bookmyshow pic.twitter.com/Zgjy9oDizT
— East Bengal FC (@eastbengal_fc) October 14, 2024
পাশাপাশি বাঙাল-ঘটির এই মহারণের সাক্ষী থাকতে মরিয়া সকলে। বর্তমানে বুক মাই শো থেকে নিজেদের পছন্দ মতো টিকিট সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। টিকিটের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। অনলাইনে কাটা টিকিট পাওয়া যাবে যুবভারতী স্টেডিয়ামের ১ এবং ৪ নং গেটের বক্স অফিসে। ১৫ থেকে ১৮ অক্টোবর ১ নং গেটের বক্স অফিসে টিকিট দেওয়া হবে ইস্টবেঙ্গল সমর্থকদের। একই দিন গুলিতে ৪নং গেটের বক্স অফিসে থেকে পাওয়া যাবে অনলাইনে কাটা মোহনবাগান গ্যালারির টিকিট। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে বাংলার সকল ফুটবলপ্রেমীদের।
লক্ষ্মীপুজোর আগেরদিন কলকাতায় কত দামে বিকোচ্ছে হীরে?
শেষ ম্যাচে মিনি ডার্বিতে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে ডার্বির রং সবুজ-মেরুন করেছে শুভাশীষ-লিস্টনরা। এরপর ফের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি জিতে নিজেদের জয়ের রথ সক্ষম ভাবে চালাতে মরিয়া তাঁরা। অন্যদিকে গত চার ম্যাচে টানা পরাজিত হওয়ার পর প্রথম জয় পাওয়ার লক্ষ্য লাল-হলুদের। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একবারে তলানিতে রয়েছে ইস্টবেঙ্গল। তবে দলের দায়িত্বে এসেছেন নুতুন কোচ অস্কার ব্রুজো। তাই ডার্বিতেই কঠিন অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে চলেছেন তিনি। ম্যাচ শেষে ফলাফলকে কি হয় সময়ের অপেক্ষা শুধু।