অনূর্ধ্ব ১৬ ফুটবল লিগে লাল-হলুদের দাপট, উড়ে গেল মহামেডান

বর্তমান সময়ে দাঁড়িয়ে দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গলের ছোটরা (East Bengal U16)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নিজেদের ঘরের মাঠে পরবর্তী ম্যাচে নেমেছিল ময়দানের এই প্রধান।…

east-bengal-u16-thrash-mohammedan-9-0-youth-league

বর্তমান সময়ে দাঁড়িয়ে দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গলের ছোটরা (East Bengal U16)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নিজেদের ঘরের মাঠে পরবর্তী ম্যাচে নেমেছিল ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল পড়শী মহামেডান স্পোর্টিং ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ৯-০ গোলের ব্যবধানে এলো জয়। গ্রুপ পর্বের ম্যাচে চারটি গোল করেন অর্নব ছেত্রী। এছাড়াও গোল পান যথাক্রমে শিশির সরকার, প্রীতম অধিকারী এবং জাহিদ। এই জয় নিঃসন্দেহে খুশি করেছে সকল ফুটবলপ্রেমীদের। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে প্রত্যেকের।

Advertisements

নিজেদের ঘরের মাঠে ম্যাচ থাকায় যথেষ্ট চাপমুক্ত হয়েই ম্যাচ শুরু করেছিল লাল-হলুদের ছোটরা। তাই যথেষ্ট আত্মবিশ্বাসের সাথেই শুরু হয়েছিল ম্যাচ। গোলের দরজা খুলতে খুব একটা পরিশ্রম করতে হয়নি। প্রথম দশ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নিয়েছিল ইস্টবেঙ্গল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন অর্ণব। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই মিনিট তিনেকের মাথায় ফের গোল। এবারও গোল আসে অর্ণবের পা থেকে। তারপর ২৯ মিনিটের মাথায় নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন এই যুব ফুটবলার। দ্বিতীয় কোয়ার্টারের শেষে গোল করে ব্যবধান আরো বাড়িয়ে দেন প্রীতম।

   

প্রথমার্ধের শেষে চারটি গোলের ব্যবধানে এগিয়েছিল ইস্টবেঙ্গল। তারপর দ্বিতীয়ার্থে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই আরও বাড়তে থাকে ব্যবধান। ৪৯ মিনিটে শিশির সরকারের গোল। তারপর থেকেই কার্যত ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে প্রতিপক্ষ দল। সেই সুযোগ কাজে লাগিয়েই এক মিনিটের ব্যবধানে গোল পান জাহিদ। ঠিক ১৫ মিনিটের ব্যবধানে নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন শিশির। তারপর ৮১ মিনিটের মাথায় প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়ে যান অর্নব ছেত্রী।

Advertisements