East Bengal : আরও এক নামী ডিফেন্ডারকে নিতে পারে ক্লাব

রক্ষণ ভাগকে ঢেলে সাজাতে চাইছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। বেঙ্গালুরুর এক অভিজ্ঞ ডিফেন্ডারের সঙ্গে ক্লাব যোগাযোগ রাখছে বলে খবর। দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। বেঙ্গালুরু…

East Bengal : আরও এক নামী ডিফেন্ডারকে নিতে পারে ক্লাব

রক্ষণ ভাগকে ঢেলে সাজাতে চাইছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। বেঙ্গালুরুর এক অভিজ্ঞ ডিফেন্ডারের সঙ্গে ক্লাব যোগাযোগ রাখছে বলে খবর। দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

বেঙ্গালুরু এফসির প্রতীক চৌধুরীর নাম ভারতীয় ফুটবলে কম বেশি সকলেই জানেন। ভারতের একাধিক ক্লাবে তিনি খেলেছেন। বত্রিশ বছর বয়সী এই ভারতীয় ফুটবলারের ক্লাব কেরিয়ার বেশ দীর্ঘ। একাধিক নামকরা ক্লাবে খেলেছেন। তবে কলকাতার কোনো দলের হয়ে ভালো কিছু করে দেখাতে পারেননি এখনও। সেই সুযোগ তাঁর সামনে রয়েছে বলে ফুটবল মহলে গুঞ্জন।

আরও পড়ুন: East Bengal : অরিন্দমকে আর হয়তো রাখবে না ইস্টবেঙ্গল

ইন্ডিয়ান সুপার লিগের কেরালা ব্লাস্টার্স, দিল্লি ডায়নামোস, জামশেদপুর, মুম্বাই সিটি এবং বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন প্রতীক। মূলত সেন্ট্রাল ব্যাক পজিশনের ফুটবলার হলেও কয়েকটি গোল রয়েছে তাঁর নামের পাশে।

এর আগে সূত্র উদ্ধৃত করে এক ক্রীড়া সংবাদ মাধ্যম দাবি করেছিল, সার্থক গোলুইকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল। এক বছরের বেশি চুক্তি করা হতে পারে তাঁর সঙ্গে। লাল হলুদ জার্সিতে আগেও খেলেছেন সার্থক।

Advertisements

আরও পড়ুন: East Bengal : কেরালার ফুটবলারকে নেওয়ার জন্য হায়দরাবাদের সঙ্গে ইস্টবেঙ্গলের টক্কর

ইতিমধ্যে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইভান গঞ্জালেজের সই প্রসঙ্গ। আগামী মরশুমের জন্য চূড়ান্ত এই তারকা ডিফেন্ডার। তাঁর সঙ্গে সার্থককে জুড়ে দিতে চাইছেন লাল হলুদ কর্তারা।