East Bengal : বকেয়া বেতন নিয়ে ফুটবলারদের সঙ্গে দরাদরি করেছেন লাল হলুদ কর্তারা

SC East Bengal

নতুন ফুটবলার সই করানোর আগে বকেয়া মেটাতে হবে প্রাক্তনদের। নাহলে ট্রান্সফার ব্যানের কারণে ব্যর্থ হতে পারে দল গঠনের সমস্ত পরিকল্পনা। দলের প্রাক্তন ফুটবলার যাদের বেতন এখনও বকেয়া রয়েছে, তাঁদের সঙ্গে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তারা আলোচনা শুরু করেছেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবারের খবর, যে সাত ফুটবলারের বেতন বকেয়া রয়েছে তাঁদের সঙ্গে কথা বলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। আলোচনার মাধ্যমে লাল হলুদ কর্তারা টাকার অংক কমানোর চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে।

   

কেভিন লোবো, রিনো অ্যান্টো, সিকে বিনীত, কিগান পেরেরা, গিরিক খোসলা, অনিল চৌহান এবং ইউজেনসন লিংডো কলকাতার জায়ান্ট ক্লাবটির বিরুদ্ধে টাকা না মেটানোর অভিযোগ জানিয়েছে কমিটিতে। জানা গিয়েছে, লোবোর ৪১ লক্ষ টাকা, অ্যান্টোর ২৬ লক্ষ, বিনীত ও লিংডোর ২১ লক্ষ, পেরেরার ১৬.৮০ লক্ষ, চৌহানের ১০.২৮ লক্ষ এবং খোসলা ৬.৩০ লক্ষ টাকা পাবেন।

২০২০ সালে ফুটবলাররা চুক্তিবদ্ধ হয়েছিলেন লাল-হলুদের সঙ্গে। সেই বছরের সেপ্টেম্বরে শ্রী সিমেন্ট দায়িত্ব নেয় ইস্টবেঙ্গলের। শ্রেণিক শেঠ আরও জানান, তাঁরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য চিঠি দিয়েছেন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিকে। তিনি আগেই বলেছিলেন, ‘এদের দায়ও আমাদের নয়।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন