লাল-হলুদের অনুশীলনে সাউলের সঙ্গে দীর্ঘ আলোচনায় অস্কার

ধীরে ধীরে এগিয়ে আসছে আইএসএলের দিন। সেই কথা মাথায় রেখেই জোর কদমে অনুশীলন করছে ময়দানের দুই প্রধান। পড়শী ক্লাব মোহনবাগানের পাশাপাশি এদিন যুবভারতীর প্রাকটিস গ্ৰাউন্ডে…

লাল-হলুদের অনুশীলনে সাউলের সঙ্গে দীর্ঘ আলোচনায় অস্কার

ধীরে ধীরে এগিয়ে আসছে আইএসএলের দিন। সেই কথা মাথায় রেখেই জোর কদমে অনুশীলন করছে ময়দানের দুই প্রধান। পড়শী ক্লাব মোহনবাগানের পাশাপাশি এদিন যুবভারতীর প্রাকটিস গ্ৰাউন্ডে অনুশীলন করল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। পূর্বে ক্লোজড ডোর অনুশীলন চললেও আজ সমর্থক কিংবা সাংবাদিক সকলের জন্যই উন্মুক্ত ছিল দলের প্রাকটিস। যেখানে অধিকাংশ ফুটবলার কোচের তত্ত্বাবধানে অনুশীলন করলেও সাইড লাইনে বেশিরভাগ সময় কাটান স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো। বলাবাহুল্য, এদিন দলের অনুশীলন চলাকালীন তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় দলের হেড কোচ অস্কার ব্রুজোকে।

Advertisements

যেটা নিঃসন্দেহে চিন্তার। এছাড়াও সাইডলাইনে কিছুটা সময় অনুশীলন চালাতে দেখা যায় আনোয়ার আলি থেকে শুরু করে দেবজিত মজুমদার ও মহম্মদ রাওকিপদের। এদিন ফিজিক্যাল ট্রেনিংয়ের পর বল পায়ে জোর কদমে অনুশীলন চালান অধিকাংশ ফুটবলাররা। পাসিং থেকে শুরু করে ড্রিবলিং সহ গোলপোস্ট লক্ষ্য করে দূরপাল্লার শট ও নিতে দেখা যায় কেভিন সিভিলেদের। পরবর্তীতে দুইটি দলে ভাগ করে ও চলে প্রাকটিস। যেখানে বল গোলে ঠেলে দিতে দেখা যায় ডেভিড লালহানসাঙ্গা থেকে শুরু করে নন্দকুমারদের। যেটা নিঃসন্দেহে মন কেড়েছে সমর্থকদের।‌

   

আসলে এদিন ওপেন প্রাকটিস থাকায় ইস্টবেঙ্গলের অনুশীলন দেখতে হাজির হয়েছিলেন বহু সমর্থক। দলের অনুশীলন চলাকালীন পুরনো মেজাজেই চলে চ্যান্টিং। তারপর অনুশীলন শেষে কোচ অস্কার ব্রুজো সহ মিগুয়েল ফেরেইরার, পিভি বিষ্ণু ও আনোয়ার আলিদের কাছে সেলফির আবদার দেখা যায় সমর্থকদের। এমনকি মিগুয়েলের কাছে ব্রাজিলের পতাকায় সই করাতে ও এগিয়ে আসেন এক সমর্থক। তবে এসবের মাঝেই সাউল ক্রেসপোকে নিয়ে চিন্তা থাকছেই।

Advertisements