লাল-হলুদের অনুশীলনে এবার এই তারকা ফুটবলার

আইএসএল শুরু হওয়ার ঘোষণার পর প্রস্তুতিতে গতি বাড়িয়েছে East Bengal FC। আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলের পর এবার দলের অনুশীলনে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার Miguel Figueira, যা লাল-হলুদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

Miguel Figueira Move to East Bengal
Miguel Figueira

গত বছরের মাঝামাঝি সময় থেকে এই নতুন বছরের শুরু পর্যন্ত যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে ছিল আইএসএল। তবে গত কয়েকদিন আগে মেলেছে সুখবর। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার ঘোষণা অনুযায়ী আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। যেটা নিঃসন্দেহে বিরাট স্বস্তি দিচ্ছে সকলকে। বহু বিতর্কের পর আগামী মাস থেকে এই টুর্নামেন্ট শুরু হলেও এবার অনেকটাই বদল এসেছে ফরম্যাটে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী সিঙ্গেল লেগের মধ্য দিয়ে পরিচালিত হতে পারে এই সর্বভারতীয় টুর্নামেন্ট।

Read More: শোকের ছায়া ময়দানে, প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার

   

জানুয়ারির প্রথম দিকে এ টুর্নামেন্ট শুরু হওয়া নিয়ে কোনও চূড়ান্ত নির্দেশিকা না আসলেও বর্তমানে আইএসএল হওয়ার কথা সামনে আসতেই ফুরফুরে মেজাজে অনুশীলন চালাচ্ছে কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। পড়শীদের তুলনায় দিন কয়েক আগে থেকেই অনুশীলনে নেমে পড়েছিল মোহনবাগান। বলাবাহুল্য, একদিকে যেমন ব্যাপক অনিশ্চয়তার মধ্য দিয়ে নিজেদের কার্যক্রম বন্ধ করতে শুরু করেছিল প্রথম সারির ফুটবল ক্লাব গুলি ঠিক সেইখানে দাঁড়িয়ে দলের সিংহভাগ ফুটবলারদের নিয়ে প্রথম দিন থেকেই অনুশীলন শুরু করে গতবারের চ্যাম্পিয়নরা।

Read More:বাংলাদেশে IPL সম্প্রচার বন্ধ, আগুনে ঘি ঢেলে ‘বিরাট’ মন্তব্য পাক পেসারের

তারপর গত পাঁচ ই জানুয়ারি থেকে প্রস্তুতি শুরু করেছে অস্কার ব্রুজোর লাল-হলুদ। যদিও প্রথম দিন উপস্থিত ছিলেন না দলের সকল বিদেশি ফুটবলাররা। সাউল ক্রেসপো, মহাম্মদ রশিদ এবং জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি সহ অন্যান্য ভারতীয় ফুটবলারদের নিয়ে মাঠে নেমেছিলেন কোচ। যদিও সেদিন সন্ধ্যায় মরোক্কান তারকা হামিদ আহদাদকে পারস্পরিক সম্মতিতে রিলিজ করে দেওয়ার কথা জানিয়ে দিয়েছিল ম্যানেজমেন্ট। যেটা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। তখনই জানানো হয়েছিল যে খুব শীঘ্রই হামিদের বিকল্প ফুটবলারের কথা জানিয়ে দেবে ইস্টবেঙ্গল।

Read More: এশিয়া কাপের করমর্দন বিতর্ক টেনে ভারতকে ‘হুঙ্কার’ আফ্রিদির

সেদিকে নজর থাকবে প্রত্যেকের। কিন্তু এসবের মাঝেই গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলের নাম। বিদেশি সংবাদ সংস্থা মারফত জানা যাচ্ছিল যে এমন অনিশ্চিত পরিস্থিতি দরুন ভারত ছাড়তে পারেন কেভিন। যদিও সেই সকল বিতর্কের অবসান ঘটিয়ে দিন কয়েক আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন এই তারকা ডিফেন্ডার। তারপর সকলের অপেক্ষা ছিল মিগুয়েল ফেরেইরার জন্য। অবশেষে এবার অনুশীলনে যোগ দিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সুপার কাপের ধাক্কা ভুলে দল যে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর তা এক কথায় স্পষ্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন