East Bengal: শিগগির মাদিহ ও দিমিত্রিসকে শহরে আনতে চায় মশালবাহিনী

এই বুধবার থেকেই শুরু হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) সিনিয়র দলের অনুশীলন। সেজন্য কয়েকদিন আগে থেকেই শহরে আসতে শুরু করেছিল দলের ফুটবলাররা। পিভি বিষ্ণু…

Madih Talal and Dimitrios Diamantakos

এই বুধবার থেকেই শুরু হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) সিনিয়র দলের অনুশীলন। সেজন্য কয়েকদিন আগে থেকেই শহরে আসতে শুরু করেছিল দলের ফুটবলাররা। পিভি বিষ্ণু থেকে শুরু করে মার্ক জোথানপুইয়া, প্রভসুখান সিং গীল,গুরসিমরত গীল সহ মহম্মদ রাকিপরা এসে গিয়েছেন শহরে।

   

গত মঙ্গলবার ভোর রাতে শহরে পা রেখেছেন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। এছাড়াও বুধবার ভোর রাতে শহরে আসছেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো। এমনকি এই দিনেই শহরে আসছেন লাল-হলুদের হেডকোচ কার্লস কুয়াদ্রাত। এবার থেকে জোরকদমে শুরু হবে অনুশীলন।

কিন্তু কবে আসতে পারেন দলের নয়া বিদেশী ফুটবলাররা? বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই নাকি ভিসার ইন্টারভিউ সেশন হয়েছে ফরাসি ফুটবলার মাদিহ তালালের। কিন্তু দলের গ্ৰীক ফুটবলার দিমিত্রিস ডায়ামান্টাকোসের ভিসার ইন্টারভিউ সেশন এখনো সম্পন্ন হয়নি। যারফলে, এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি তাদের আসার দিনক্ষণ। তবে শীঘ্রই সমস্ত কিছু সম্পন্ন করে তাদের শহরে উড়িয়ে আনতে মরিয়া ইমামি ম্যানেজমেন্ট। পাশাপাশি এবারের কলকাতা লিগের দিকে ও নজর থাকবে লাল-হলুদের হেড স্যারের।

গতবছর প্রিমিয়ার ডিভিশন লিগের একাধিক ফুটবলারদের সিনিয়র দলে প্রমোট করেছিল ইস্টবেঙ্গল। পরবর্তীতে যাদের অনেকেই প্রভাব ফেলেছিলেন দলের পারফরম্যান্সে। এবার ও একাধিক তরুণ ফুটবলারদের দলে টেনেছে ক্লাব। সিএফএলে যাদের পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট।