গতবারের মতো এবারও দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে কলকাতা লিগ শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। মেসার্স ক্লাবের বিপক্ষে বড় ব্যবধানে এসেছিল জয়। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। তবে পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করলে ও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি। পরবর্তী ম্যাচ গুলিতে অনায়াসেই জয় ছিনিয়ে নিয়েছিল বিনো জর্জের লাল-হলুদ শিবির। যারফলে এবার গ্ৰুপ ‘এ’ শীর্ষস্থানে থেকেই চ্যাম্পিয়নশিপ রাউন্ড তথা সুপার সিক্সে স্থান করে নিয়েছে তন্ময় দাসরা। গ্ৰুপ পর্বের মতো এবার ও নিজেদের চেনা ছন্দ বজায় রাখার লক্ষ্য রয়েছে মশাল ব্রিগেডের।
Also Read | জল্পনার অবসান! মাল্লাপুরম এফসিতে যোগ দিলেন ফিজির এই গোলমেশিন
কিন্তু কবে থেকে এই চ্যাম্পিয়নশিপ রাউন্ডের অভিযান শুরু করতে চলেছে ময়দানের এই প্রধান। সেই নিয়েই এবার উঠে আসলো নয়া তথ্য। বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১১ই সেপ্টেম্বর থেকেই সুপার সিক্স শুরু করছে বিনো জর্জের ছেলেরা। এক্ষেত্রে তাঁদের প্রথম ম্যাচে লড়াই করতে হবে টুর্নামেন্টের নতুন দল ইউনাইটেড কলকাতা এসসির সঙ্গে। বিকেল তিনটে থেকে ইস্টবেঙ্গল গ্ৰাউন্ডে আয়োজিত হবে এই ফুটবল ম্যাচ। ঘরের মাঠে ম্যাচ থাকায় কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকবে ইস্টবেঙ্গলের।
প্রকাশিত হল কলকাতা লিগ ২০২৫ সুপার সিক্সের চূড়ান্ত সূচি#cfl #CFL2025 #CFL #football #kolkata #KolkataFootball #EastBengal #diamondharbourhttps://t.co/LAOHq7RYeI pic.twitter.com/H1YJucFQmj
— Kolkata24x7 (@ekolkata24x7) September 8, 2025
তারপর দিন দুয়েক বিরতি। আগামী ১৪ই সেপ্টেম্বর রয়েছে পরবর্তী ম্যাচ। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হবে বর্তমানে বাংলার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। গত ডুরান্ড কাপ সেমিফাইনালের হতাশা কাটিয়ে এই ম্যাচেই বদলা নেওয়ার লক্ষ্য থাকবে প্রভাত লাকরা থেকে শুরু করে ডেভিড লালহানসাঙ্গার মতো ফুটবলারদের। সেই ম্যাচের পর রয়েছে সপ্তাহ খানেকের বিরতি। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচের পর আগামী ২২শে সেপ্টেম্বর সুপার সিক্সের শেষ ম্যাচ খেলতে নামবে লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাব।
যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ময়দানের আরেক শক্তিশালী দল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। অন্যান্য ম্যাচ গুলির মতো এবার ও বিকেল তিনটে থেকে শুরু হবে এই খেলা। যেটি আয়োজিত হবে লাল-হলুদের ঘরের মাঠে। এবার সেই মতোই ফুটবলারদের প্রস্তুত করবেন ইস্টবেঙ্গল কোচ।