আরও একাধিক ফুটবলার আনছে ইস্টবেঙ্গল, কী বললেন লাল-হলুদ শীর্ষকর্তা?

Advertisements জয় দিয়েই এবারের কলকাতা লিগ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)।‌ প্রথম ম্যাচে তারা পরাজিত করেছে টালিগঞ্জ অগ্রগামী ক্লাবকে। গোল পেয়েছেন শ্যামল বেসড়া থেকে…

East Bengal Official Debabrata Sarkar

Advertisements

জয় দিয়েই এবারের কলকাতা লিগ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)।‌ প্রথম ম্যাচে তারা পরাজিত করেছে টালিগঞ্জ অগ্রগামী ক্লাবকে। গোল পেয়েছেন শ্যামল বেসড়া থেকে শুরু করে আমন সিকে সহ সায়নরা। আগামী মাসেই দল খেলতে নামবে দ্বিতীয় ম্যাচ। ঘরের মাঠেই তাদের মুখোমুখি হতে হবে জর্জ টেলিগ্ৰাফের বিপক্ষে।

বিজ্ঞাপন

এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে সকলে‌। গতবছর ভালো পারফরম্যান্স করেও লিগ জয় করতে পারেনি ইস্টবেঙ্গল। পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের কাছে পরাজিত হয়ে ট্রফি জয় স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। কিন্তু এবার সেই সমস্ত কিছু ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই।

তাই এক্ষেত্রে নিজেদের পুরনো কোচ বিনো জর্জের উপর আস্থা রেখেছে লাল-হলুদ। গতবারের ফুটবলারদের পাশাপাশি এ বছর একাধিক নতুন মুখকে এনেছে এই প্রধান দল। যেখানে বাঙালি ফুটবলারদের পাশাপাশি স্থান পেয়েছে ভিন রাজ্যের একাধিক নতুন প্রতিভা। কিন্তু সেখানেই শেষ নয়। এবারের কলকাতায় লিগের কথা মাথায় রেখে আরো একাধিক ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করতে চাইছে ম্যানেজমেন্ট। বিশেষ করে ভিন রাজ্যের স্ট্রাইকার আসার ইঙ্গিত দিয়েছেন ক্লাব শীর্ষ কর্তা দেবব্রত সরকার। আসলে এই টুর্নামেন্টের পাশাপাশি আগামী দিনে দলের সাপ্লাই লাইন মজবুত করতে এবার বিশেষ ভূমিকা নিচ্ছে ম্যানেজমেন্ট।

এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন, ইস্টবেঙ্গল টুর্নামেন্ট খেলতে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা কোচের সাথে পরিকল্পনা করেই এগোচ্ছি। আমরা আরো কয়েকজনকে দলে নিতে চাইছি। বিশেষ করে ভিন রাজ্য থেকে স্ট্রাইকার আনার পরিকল্পনা রয়েছে‌। তাতে দল আরো শক্তিশালী হবে। তবে প্রথম ম্যাচ হিসেবে যথেষ্ট ভালো সূচনা হয়েছে। তবে অনেক কিছুর বদল প্রয়োজন। ফলাফল শুধু নাম মাত্র। দলকে আরো ভালো খেলতে হবে। আরো মজবুত হতে হবে। আশা করি আগামী দিনে ছেলেদের আরো ভালো পারফরম্যান্স থাকবে।