East Bengal: তরুন প্রতিভায় বাড়তি নজর দিতে ইয়ুথ সিস্টেমকে ঢেলে সাজাবে ইস্টবেঙ্গল

East Bengal Football Club's Youth Development Program

বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে দরকার শক্তিশালী ফুটবল দল ও উন্নত ইউথ সিস্টেম (East Bengal to Develop Youth System )। সেই সিস্টেম থেকেই তৈরি ভবিষ্যতের তারকা। যারফলে পরবর্তীতে দল গঠনের ক্ষেত্রে ক্লাবের চিন্তা অনেকটাই কমে যায়। এক্ষেত্রে দলের যুব খেলোয়াড়দের যেমন প্রয়োজন মতো দলে ব্যবহার করা যায় ঠিক তেমনি বড় অঙ্কের ট্রান্সফার ফি নিয়ে অন্যদলে পাঠানো ও সম্ভব হয়।

সেই অর্থ দিয়েই দলের সাফল্যের জন্য ভালো সিনিয়র ফুটবলার ও নেওয়া যায়। এই বিষয়ে অনেক আগে থেকেই সক্রিয় থেকেছে লাল-হলুদ শিবির। যারফলে, মনোজ মহম্মদ ও মেহতাব সিংয়ের মতো বহু ফুটবলার উঠে এসেছে তাদের অ্যাকাডেমি থেকে। বর্তমানে তাদের অনেকেই আইএসএলের একাধিক দল গুলিতে সুযোগ পেয়েছে। কিন্তু গত কয়েক বছরে অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে ক্লাবের এই ইয়ুথ সিস্টেম।

   

তাই বিগত কয়েকদিন ধরে দলের লগ্নিকারী সংস্থা ইমামির সাথে এই নিয়ে বৈঠক করেছেন ক্লাব কর্তারা। আগামী দিনে ভালো দল গঠনের পাশাপাশি ক্লাবের ইয়ুথ ডেভলপমেন্ট সিস্টেমের দিকে ও বাড়তি নজর দেওয়ার কথা জানিয়েছেন ক্লাব কর্তারা। যাতে পরবর্তী সময়ে দল গঠনের চিন্তা অনেক অংশেই কমে যায়। এক্ষেত্রে দরকার বিরাট অর্থ সাহায্য। যা একা ইমামির পক্ষে প্রদান করা একেবারেই অসম্ভব। এই মর্মেই নতুন কো-স্পনসর খুঁজে লগ্নিকারী সংস্থার পাশে দাঁড়াতে মরিয়া সাবেক কর্তারা। যাতে সেখান থেকে বাড়তি অর্থ নিয়ে ইয়ুথ ডেভলপমেন্ট সিস্টেমে ব্যবহার করা যায়।

এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করার কথা লাল-হলুদের। এক্ষেত্রে তাদের নজরে রয়েছে সার্জিও লোবেরা, অ্যান্তোনিও লোপেজ হাবাসের মতো বহু হাইপ্রোফাইল নাম। তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ চালাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। পাশাপাশি দেশের তরুন প্রতিভাদের তুলে আনার ক্ষেত্রে ও দেওয়া হচ্ছে বাড়তি নজর। কারন বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে খেলোয়াড় তুলে আনা আদতে যে সম্ভব নয় তা ভালোই বুঝতে পারছেন সকলে। তাই তারুণ্যের উপর জোর দিয়ে আগামী কয়েক বছরের সেটআপ তৈরি করতে চায় ইস্টবেঙ্গল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন