সুপার সিক্সে দাপুটে লড়াই ইস্টবেঙ্গলের, সুরুচিকে গোলের মালা ডায়মন্ডের

এবারের কলকাতা লিগের সুপার সিক্স (CFL 2025 Super Six) রাউন্ডের শুরুটা রীতিমতো স্বপ্নের মতো হল ইস্টবেঙ্গলের (East Bengal) জন্য। ঘরের মাঠে সুপার সিক্স রাউন্ডের প্রথম…

East Bengal thrash United Kolkata SC 3-0 in CFL 2025 Super Si opening match

এবারের কলকাতা লিগের সুপার সিক্স (CFL 2025 Super Six) রাউন্ডের শুরুটা রীতিমতো স্বপ্নের মতো হল ইস্টবেঙ্গলের (East Bengal) জন্য। ঘরের মাঠে সুপার সিক্স রাউন্ডের প্রথম ম্যাচে শক্তিশালী ইউনাইটেড কলকাতার (United Kolkata SC) বিরুদ্ধে একতরফা লড়াইয়ে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শক্ত বার্তা দিয়ে রাখলেন বিনো জর্জের ছেলেরা।

ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতে। ম্যাচে প্রথমার্ধে লড়াই সমানে সমান হলেও দ্বিতীয়ার্ধে একক প্রাধান্য কায়েম করে যায় লাল-হলুদের ফুটবলাররা।

   

ম্যাচের শুরু থেকেই দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের মুখ খোলার জন্য অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অন্তিম মুহূর্ত পর্যন্ত। এদিন ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন না অভিজ্ঞ সৌভিক চক্রবর্তী (চোট), গোলকিপার দেবজিৎ মজুমদার এবং মিডফিল্ডার সায়ন বন্দ্যোপাধ্যায় (কার্ড সমস্যায়)। তবে তাঁদের অনুপস্থিতি একেবারেই বুঝতে দেননি তরুণরা।

২৯ মিনিটে সবচেয়ে বড় সুযোগ মিস করেন ইউনাইটেড কলকাতার সমীর বায়েন। একক দক্ষতায় গোলমুখে পৌঁছে গেলেও ইস্টবেঙ্গলের গোলরক্ষকের সামনে দাঁড়িয়ে গোল করতে ব্যর্থ হন তিনি। লাল-হলুদের গোলকিপার সময়মতো এগিয়ে এসে শট রুখে দিয়ে দলের রক্ষাকর্তা হয়ে ওঠেন।

৩৬ মিনিটে পাল্টা সুযোগ পায় ইস্টবেঙ্গল। ডেভিডের দুর্দান্ত পাসে ডি-বক্সে ঢুকে পড়েন বিষ্ণু, তবে তাঁর শট গোলপোস্টের বাইরে চলে যায়। তবে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিট) অবশেষে আসে কাঙ্ক্ষিত গোল। আমন সিকের ভাসানো বলে হেড করে বল জালে পাঠান নসিব রহমান। ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে মশাল ব্রিগেড। ৪৮ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে ফ্রিকিক থেকে অসাধারণ গোল করেন পিভি বিষ্ণু। বল বাঁদিকে ঘুরিয়ে একেবারে গোলকিপারের নাগালের বাইরে পাঠিয়ে দেন তিনি। ২-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির।

Advertisements

এর পরপরই ফের একবার সুযোগ পান মনোতোষ মাঝি। তবে ইউনাইটেড কলকাতার এক ডিফেন্ডার বল গোল লাইন থেকে সেভ করে দেন। এরপর যদিও পুরো দ্বিতীয়ার্ধে আক্রমণের ঢেউ তোলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। ৬৮ মিনিটে আসে তৃতীয় গোল। এবার গোলদাতা গুইতে। গোলমুখে একটি দুর্দান্ত পাস থেকে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন তিনি। ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েই কার্যত ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় ইস্টবেঙ্গল।

অন্যদিকে, সুপার সিক্সের আরেক ম্যাচে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) ৪-০ ব্যবধানে বড় জয় পেয়েছে সুরুচি সংঘের (Suruchi Sangha) বিরুদ্ধে। শৈবোরলাং খার্পনের গোলে এগিয়ে যাওয়ার পর আকিব নবাবের জোড়া গোল এবং অমরনাথ বাসকের চতুর্থ গোল ডায়মন্ড হারবারকে সহজ জয় এনে দেয়।

সুপার সিক্সে শুরুতেই বড় জয় তুলে নিয়ে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার নিজেদের শিরোপার দাবিদার হিসেবে জোরদার বার্তা দিল। এই ফর্ম বজায় রাখতে পারলে শীর্ষস্থান দখলের লড়াইয়ে জমজমাট হতে চলেছে এবারের কলকাতা লিগ।

East Bengal thrash United Kolkata SC 3-0 in CFL 2025 Super Si opening match