দশজন নতুন ফুটবলারের সঙ্গে পরিচয় করিয়ে দিল ইস্টবেঙ্গল (East Bengal)। সোশ্যাল মিডিয়ায় দশজন ফুটবলারের নাম ও ছবি প্রকাশ করেছে ক্লাব। মূলত আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য এই ফুটবলারদের দলে নিয়েছে লাল হলুদ শিবির।
সিনিয়র দলের পাশাপাশি শক্তিশালী জুনিয়র দল গঠনের দিকে মন দিয়েছেন ইমামি-ইস্টবেঙ্গলের কর্তারা। গত মরসুমের থেকেও আসন্ন মরসুমে ভাল দল গঠন করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। সেই মতো চলছে সই সম্পন্ন করার কাজ। সিনিয়র দলে যেমন যুক্ত হচ্ছেন একাধিক নতুন ফুটবলার, তেমনই জুনিয়র দলেও এবার এক ঝাঁক নতুন মুখ।
East Bengal: পার্থক্য কতটা? ক্লেইটন করেছিলেন ১২ গোল, দিমির ১৩
কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024)-এর আগে একের পর এক ফুবটলারকে নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। প্রতিশ্রুতিবান একাধিক ফুটবলারকে এবার দলে নিয়েছে ক্লাব। মূলত ঘরোয়া লিগের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। আগের মরসুমে ডেভেলপমেন্ট লিগ, কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড কাপে ভাল খেলেছিল ইস্টবেঙ্গল। তরুণ ফুটবলারকে ওপর আস্থা রেখে লাল হলুড ব্রিগেড ছিল একাধিক টুর্নামেন্টের খেতাব জয়ের দৌড়ে। কলকাতা ফুটবল লিগ ২০২৩ জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল দল।
#AmagoFans, say hello to the newest members of our #CFL squad! 👋 (1/3) #JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/X4NtQ3w7OR
— East Bengal FC (@eastbengal_fc) June 19, 2024
Apuia: আপুইয়ার জন্য কোটি টাকার অফার! কিন্তু পারফরম্যান্স কেমন তাঁর?
আসন্ন সিএফএল-এর আগে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে বেশ কিছু বদল হয়েছে। একাধিক ফুটবলার যেমন শিবির ছেড়েছেন, তেমনই যুক্ত হয়েছেন একাধিক নতুন ফুটবলার। কলকাতা ফুটবল লিগ স্কোয়াডে কোন কোন ফুটবলারকে নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল? ক্লাবের পক্ষ থেকে ছবি পোস্ট করে জানানো হয়েছে সুব্রত মুর্মু, সংগ্রামজিৎ রায় চৌধুরী, তন্ময় ঘোষ, মনোতোষ চাকলাদার, চাকু মান্ডি, বিজয় মুর্মু, সিজাস টিপি, অন্তথু এনএস, বাথালা সুনীল, কামালুদ্দীন একে রয়েছে কলকাতা ফুটবল লিগের স্কোয়াডে।