East Bengal: হায়দরাবাদ এফসির এই ডিফেন্ডারের দিকে নজর মশালবাহিনীর

দিন তিনেক আগেই নিজেদের ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যারফলে নয়া মরসুমে লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে হেক্টর ইউস্তেকে। তাঁর উপস্থিতি…

vignesh dakshinamurthy

দিন তিনেক আগেই নিজেদের ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যারফলে নয়া মরসুমে লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে হেক্টর ইউস্তেকে। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের রক্ষণভাগকে। তবে সেখানেই শেষ নয়। এবার বিঘ্নেশ দক্ষিণামূর্তির (Vignesh Dakshinamurthy) দিকে নজর রয়েছে লাল-হলুদ কর্তাদের।

   

উল্লেখ্য, গত ফুটবল সিজনে মুম্বাই সিটি এফসি ছেড়ে হায়দরাবাদ এফসিতে যোগদান করেছিলেন এই ভারতীয় ডিফেন্ডার। খেলেছিলেন একাধিক ম্যাচ। হিসেব অনুযায়ী আগামী ২০২৭ সাল পর্যন্ত নিজামের শহরের এই ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি থাকলেও নয়া সিজনে অন্যত্র যেতে চান বিঘ্নেশ। সেজন্য চুক্তির অবসান চেয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাশ কমিটিতে আবেদন জানান তিনি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেই নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে এআইএফএফ। উল্লেখ্য, গত কয়েকটি ফুটবল মরসুম ধরেই আর্থিক সমস্যা দেখা দিয়েছে হায়দরাবাদ দলের অন্দরে। যারফলে অন্যত্র যোগদান করতে শুরু করেন হেভিওয়েট ফুটবলাররা। এমনকি বিদায় নেন তাঁদের আইএসএল জয়ী কোচ। এই পরিস্থিতিতে অন্য দলের জার্সিতে সিজন শুরু করতে চান এই ভারতীয় লেফট ব্যাক।

সেক্ষেত্রে তাঁর দিকে নজর রাখতে শুরু করেছে কার্লেস‌ কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। নতুন মরসুমের জন্য তাঁরা নিশু কুমারের সঙ্গে চুক্তি বৃদ্ধি করলেও প্রাক মরসুম প্রস্তুতি শিবিরে গুরুতর চোট পান সেই ফুটবলার। তাই পরিবর্ত ফুটবল হিসেবে হায়দরাবাদ এফসির থেকে বিঘ্নেশকে নেওয়ার কথা ভাবছে লাল-হলুদ‌।