HomeSports Newsডার্বি মাথায় রেখে সিনিয়র দলের একাধিক ফুটবলার, পুরো পয়েন্ট চায় ইস্টবেঙ্গল

ডার্বি মাথায় রেখে সিনিয়র দলের একাধিক ফুটবলার, পুরো পয়েন্ট চায় ইস্টবেঙ্গল

- Advertisement -

রাত পোহালেই কলকাতা ফুটবল লিগের (Kolkata Derby 2025) হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে ময়দানের দুই শক্তিশালী প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। যেদিকে তাকিয়ে আপামর লাল-হলুদ জনতা। বলাবাহুল্য, মেসার্স ক্লাবকে বড় ব্যবধানে পরাজিত করে প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু করলেও পরবর্তী ম্যাচ গুলিতে যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স ছিল বিনো জর্জের ছেলেদের। একাধিক পয়েন্ট নষ্টের পাশাপাশি গত ম্যাচে পরাজিত হতে হয়েছিল মামনী পাঠচক্রের কাছে। সেই ধাক্কা কাটিয়ে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তোলাই এখন অন্যতম লক্ষ্য মশাল ব্রিগেডের।

সেই অনুযায়ী এবার জুনিয়র ফুটবলারদের পাশাপাশি সিনিয়র ফুটবল দল থেকে প্রায় সাতজন ফুটবলাদের ডেকে এনেছে লাল-হলুদ শিবির। যাদের মধ্যে রয়েছেন ডেভিড লালহানসাঙ্গা, এডমুন্ড লালরিন্ডিকা, লালরামসাঙ্গা ত্লাইচুন, মার্ক জোথানপুইয়া, প্রভাত লাকরা, মার্তন্ড রায়না এবং গোলরক্ষক দেবজিত মজুমদারকে। এবার তাঁদের সামনে রেখেই জয়ের সরণিতে ফিরতে চাইছে কলকাতার এই প্রধান। বলাবাহুল্য, গত কয়েক ম্যাচ ধরেই গোলের অভাবে বারংবার ভুগতে হচ্ছিল ইস্টবেঙ্গলের রিজার্ভ দলকে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল ম্যাচের মধ্যে।

   

তবে ডার্বিতে নিজেদের সেই অবস্থান বদলে বড় ব্যবধানে ম্যাচ জেতার পরিকল্পনা বিনো জর্জের। সেক্ষেত্রে প্রথম থেকেই হয়তো দলের প্রথম একাদশে দেখা যেতে পারে ডেভিড বা এডমুন্ড লালরিন্ডিকাদের। এছাড়াও প্রয়োজন পড়লে ম্যাচের দ্বিতীয়ার্ধে কিংবা শেষ কোয়ার্টারে মাঠে নামানো হতে পারে লালরামসাঙ্গা সহ মার্তন্ড রায়না ও মার্ক জোয়ের মতো ফুটবলারদের। পাশাপাশি এখন অনেকটাই ফিট হয়ে উঠেছেন জেসিন টিকে। ম্যাচের আগেরদিন এই সকল ফুটবলারদের নিয়েই যুবভারতীর অনুশীলন গ্ৰাউন্ডে দল নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারলেন লাল-হলুদ কোচ।

বর্তমানে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সিএফএলের গ্ৰুপ টেবিলের অষ্টম স্থানে রয়েছে মশাল ব্রিগেড। অন্যদিকে, ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পড়শী ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্ট। তাঁদের আটকানোই এখন অন্যতম লক্ষ্য সকলের।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular