আর মাত্র কয়েক ঘণ্টা বাকি৷ তারপরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) এবং এটিকে মোহনবাগান৷ কিন্তু এবারের ডার্বিতে তেমন কোন উত্তাপ আর উত্তেজনা নেই৷ টানা সাতবার ডার্বি জেতা সবুজ-মেরুনের বিরুদ্ধে খেলতে নামার আগে কলকাতায় যে উত্তেজনা দেখা দেয় লাল-হলুদ সমর্থকদের মধ্যে, এবার তার লেশমাত্র নেই ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে৷
কারণ, ক্লাব কর্মকর্তাদের একাংশের অপসারণ চেয়ে ‘মা-সমান’ ক্লাবের খেলা বয়কটের ডাক দিয়েছে সমর্থকরা৷ আর তাদের এই বয়কট আন্দোলনের জেরে শনিবারের ডার্বি তার জৌলুস হারিয়েছে৷ অন্যদিকে, এই আন্দোলনের জেরে কলকাতার রাজপথ আর সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো ঝড় বইছে৷
#BoycottKolkataDerby Postering is going on. #WeAreRGW #BoycottDerby #JoyEastBengal #RajaEberCharoGodi pic.twitter.com/bx0Cjvjho7
— Red & Gold World ❤️💛 (@WeAreRGW) February 23, 2023
টুইটারের একটি গ্রুপ লিখেছে, একটা টিকিটের হাহাকার আজ নেই, আজ আমরির সামনে দাড়িয়ে নেই ওরা টিকিটের জন্য, আজ গ্যালারি ভাঙ্গা চিৎকার টাও নেই, কারণ আমার ইস্টবেঙ্গল ভালো নেই। মা-কে ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছি, শেষ দেখে ছাড়বো কথা দিচ্ছি।
একটা টিকিটের হাহাকার আজ নেই, আজ আমরির সামনে দাড়িয়ে নেই ওরা টিকিটের জন্য, আজ গ্যালারি ভাঙ্গা চিৎকার টাও নেই, কারণ আমার ইস্টবেঙ্গল ভালো নেই।মা কে ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছি, শেষ দেখে ছাড়বো কথা দিচ্ছি।#BoycottDerby #saveourmotherclubeastbengal #JoyEastBengal #wearergw pic.twitter.com/tDJiKpkK4U
— Red & Gold World ❤️💛 (@WeAreRGW) February 25, 2023
টুইটারের আর একটি হ্যান্ডেলার রানা বসু লিখেছেন, রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ফ্যানরা লম্বা লাইন লাগাতো একটা ডার্বির টিকিটের জন্য। কোথায় সেই টিকিটের চাহিদা? কোথায় সেই হাহাকার? ৩-৪ জন মানুষকে দেখিয়ে যদি ভাবো ডার্বি ক্রেজ দেখাচ্ছ, ইউ আর ইন ফুল’স ওয়ার্ল্ড। এই নিতু আর তার ক্রনি শাগরেদরা যতদিন, #BoyCottEBFC ততদিন।
#BoycottDerby
#BoycottDerby banner in the city of Joy by us. #WeAreRGW #JoyEastBengal #KeepSupportingUs #KickOutNitu #RajaEberCharoGodi pic.twitter.com/tGgZe8ss60
— Red & Gold World ❤️💛 (@WeAreRGW) February 23, 2023