East Bengal: জাতীয় মহিলা লিগে লজ্জার হার লাল-হলুদের, দাপুটে জয় সেতু মাদুরাইয়ের

East Bengal's National Women's League: A Devastating Loss Marks Humiliation

ফের বড়সড় ধাক্কা খেল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ব্রিগেড। সেতু মাদুরাইয়ের কাছে ৯ গোলে পরাজিত হল কলকাতার এই প্রধান। নির্ধারিত সূচি অনুসারে আজ জাতীয় মহিলা লিগের (National Women’s League) কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল রত্না-সুলঞ্জনারা। প্রথম দিকে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে খেলা শুরু করলেও শেষ পর্যন্ত বড়সড় ব্যবধানে সেতু ফুটবল দলের কাছে হারতে হল বাংলার এই ফুটবল দলকে। যা দেখে হতাশ সকলেই।

উল্লেখ্য, গত কয়েক ম্যাচে অতি সহজেই জয় পাওয়ার দরুন যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে ম্যাচ খেলতে নেমে ছিল সুজাতা করের মেয়েরা। তবে সেই আত্মবিশ্বাস বেশিক্ষণ টেকেনি। ম্যাচের ১৩ মিনিটের মাথায় বিপক্ষে দলের হয়ে প্রথম গোল করেন অপূর্না। যারফলে, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় সেতু ফুটবল ক্লাব। তারপর ২১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন তিনি।

   

যারফলে কিছুটা হলেও চাপে চলে আসে লাল-হলুদ ব্রিগেড। ধীরে ধীরে দল কিছুটা রক্ষণাত্মক হয়ে উঠলেও ম্যাচের ঠিক ৩৫ মিনিটের মাথায় তৃতীয় গোল করে যান কাজল। এখানেই শেষ নয়। ঠিক দশ মিনিট পর ফের গোল। এবার গোল করেন প্রিয়াঙ্কা। এরফলে প্রথমার্ধের শেষে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় সেতু মাদুরাই।

দ্বিতীয়ার্ধে ইমামি ইস্টবেঙ্গলের তরফে পাল্টা আক্রমণে ওঠার কথা ভাবা হলেও শেষ রক্ষা হয়নি। এক্ষেত্রে লাল-হলুদ ডিফেন্স কে তছনছ করে ৫০ মিনিটের মাথায় গোল করেন সেই অপূর্ণা। এই নিয়ে মোট তিনটি গোল করেন তিনি। তবে সেখানেই শেষ নয়। ৭২ , ৭৮ এমনকি অতিরিক্ত সময়ে ৯২ মিনিটের মাথায় ও বারংবার আক্রমণ শানিয়ে প্রতিপক্ষের রক্ষন ভাগ কে ফালা ফালা করে আরও তিনটি গোল করেন তিনি। অর্থাৎ ডবল হ্যাট্রিক। শেষ পর্যন্ত , ৯৮ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ইভয়। শেষ পর্যন্ত ৯-০ গোলে ম্যাচ হারতে হয় দলকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন