Game-Changing Move: ভারতের মাটিতে iphone তৈরি করবে টাটা! জানুন বিস্তারিত

Iphone প্রেমীদের জন্য সুখবর এবার দেশেই মাটিতেই iphone তৈরি করবে ভারতীয় সংস্থা টাটা। ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী বেশ কিছু মাসের মধ্যেই ভারতে আসতে চলেছে নতুন প্রজন্মের iphone । মূ

Tata to Produce iPhones in India: Groundbreaking Development Revealed

Iphone প্রেমীদের জন্য সুখবর এবার দেশেই মাটিতেই iphone তৈরি করবে ভারতীয় সংস্থা টাটা। ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী বেশ কিছু মাসের মধ্যেই ভারতে আসতে চলেছে নতুন প্রজন্মের iphone । মূলত, বর্তমানে বিশ্বের সবথেকে বড় iphone নির্মাণকারী ফ্যাক্টরি রয়েছে চীনে।

তবে এবার ভারতীয় সংস্থা টাটার সাথে জোট বাঁধতে চলেছে iphone নির্মাণকারী সংস্থা অ্যাপেল। যার ফলে খুব শীঘ্রই ভারতের মাটিতে শুরু হয়ে যাবে iphone এর প্রোডাকশন জানা গিয়েছে iphone এর পরবর্তী দুই সিরিজ iphone ফিফটিন এবং iphone ফিফটিন প্লাস তৈরি করবে টাটা।

   

ভারতীয় বাজারে কয়েক দশক ধরে রাজত্ব করছে টাটা গোষ্ঠী ইস্পাত থেকে শুরু করে লবণ এমনকি রেল লাইন সমস্ত কিছু তৈরি করে এই গোষ্ঠী তাছাড়া রয়েছে একাধিক আইটি কোম্পানিও। অন্যদিকে টেলিকম সংস্থার সাথেও জুড়ে রয়েছে টাটা গোষ্ঠী। যার অন্যতম নিদর্শন হলো টাটা ডোকোমো। আর এবার ভারতের মাটিতে iphone এর পাঁচ শতাংশ শেয়ার নিয়ে নতুন ব্যবসা শুরু করতে চলেছে টাটা।

অর্থাৎ আশা করা যাচ্ছে এবার iphone সামান্য হলেও কম দামে মিলবে। বর্তমান প্রজন্ম iphone এর সাথে বেশ ভালোভাবেই পরিচিত। কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের আর্থিক কারণে আমাদের মধ্যে অনেকেই এই ধরনের ফোন কিনতে পারেন না বলা বাহুল্য এই ফোনের দাম সাধারণ মধ্যবিত্ত পরিবারের ধরা ছোঁয়ার বাইরে। উল্লেখ্য ভারতের মাটিতে যদি iphone তৈরি হয় তাহলে সামান্য হলেও দামে হেরফের লক্ষ্য করা যাবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।