
ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরে ফের চোট সংবাদ। মাঠের ধারে বসে রইলেন অনিকেত যাদব। পায়ে বরফ দিতে দেখা গিয়েছে তাঁকে।
অনিকেত যাদবকে মাঠের ধারে বসে থাকতে দেখে প্রশ্ন জেগেছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে। চোট কতোটা গুরুতর সে বিষয়ে কৌতূহল থাকা স্বাভাবিক। তবে আপাতভাবে চোট খুব একটা গুরুতর বলে মনে করা হচ্ছে না।
কিছু দিন আগে অনুশীলন করার সময় চোট পেয়েছিলেন সার্থক গোলুই। অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন। কিন্তু অনিকেত কীভাবে আঘাত পেলেন সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে।
দল নিয়ে মাঠে নামার আগে ফিটনেস বা চোট নিয়ে আগেই আশঙ্কা করেছিলেন লাল হলুদ সমর্থকদের একাংশ। শুভাশীষ রায় চৌধুরীর ফিটনেস নিয়েও সম্প্রতি প্রশ্ন দেখা দিয়েছে। সব মিলিয়ে এখন দলকে ফিট রাখাই দুই কোচের কাছে এখন একটা চ্যালেঞ্জ।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন









