বিগত কয়েক মরশুমের মতো এবার ও ধরাশায়ী অবস্থা লাল-হলুদের (East Bengal)। এবছর আইএসএলের শুরুটা ঠিক চলনসই হলেও সময়ের সাথে একের পর এক ম্যাচে ফের মুখ থুবড়ে পড়তে থাকে ইমামি ইস্টবেঙ্গল। যারফলে, লিগ টেবিলের তলানিতে থেকেই নিজেদের আইএসএল অভিযান শেষ করে লেসলি ক্লডিয়াস সরনীর এই ক্লাব। যা নিয়ে প্রচন্ড হতাশ আপামর লাল-হলুদ সমর্থকবৃন্দ। ধীরে ধীরে যতই সময় এগোচ্ছে ক্রমশ ধৈর্য্যের বাঁধ ভাঙতে শুরু করেছে সকলের।
আরও পড়ুন: East Bengal-Emami: ফের প্রকাশ্যে ইস্টবেঙ্গল ও ইনভেস্টর সংঘাত? তুঙ্গে জল্পনা
গত বছর একেবারে মরশুমের প্রথমে দলের কোচ কে ঘিরে সকলের উন্মাদনা তুঙ্গে থাকলেও এইসময়ে ভারতীয় দলের দায়িত্বে থাকা এই প্রাক্তন কোচ কে নিয়ে রীতিমতো রাগে ফুঁসছে সমর্থকদের একটা বিরাট অংশ। যারফলে, এখন থেকেই নতুন করে দলের কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: East Bengal: প্রতিপক্ষের ঘর ভেঙে নিজেদের দল গোছাতে মরিয়া ইস্টবেঙ্গল
বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামী ফুটবল মরশুমের জন্য জোসেপ গোম্বাইয়ের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। যিনি এর আগে আইএসএলের অন্যতম দল ওডিশা এফসির দায়িত্ব সামলেছেন। তবে কি এবার তার হাতেই উঠতে চলেছে লাল-হলুদের দায়িত্ব? সেদিকেই তাকিয়ে সবাই। তবে বেশ কিছুদিন আগে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একঝাঁক খেলোয়াড়দের পাশাপাশি কোচদের যে তালিকা পাঠানো হয়েছিল, তাতে উল্লেখ ছিল সার্জিও লোবেরা ও অ্যান্তোনিও লোপেজ হাবাসের মতো হেভিওয়েট ম্যানেজারের নাম। শেষ পর্যন্ত কার হাতে দায়িত্ব থাকে সেটাই দেখার বিষয়।
#BREAKING | East Bengal FC has initiated talks with Former Odisha FC coach Josep Gombau. However, Stephen Constantine has requested to the club for one year extension at a reduced salary.#TorchBearers | #EBFC | #Newstime pic.twitter.com/TiKxHwq7De
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) March 17, 2023
অন্যদিকে, আসন্ন সুপার কাপকে ডেডলাইন করে দেওয়া হয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইনের জন্য। জানা গিয়েছে, দেশের এই জনপ্রিয় কাপ টুর্নামেন্টে দল মুখ থুবড়ে পড়লেই বাদ পড়বেন তিনি। কিন্তু চ্যাম্পিয়ন না হয়ে ইস্টবেঙ্গল কে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেলেও হয়ত আগামী মরশুমের জন্য তাকে দলে রাখার কথা ভাববে ম্যানেজমেন্ট। তবে সেই নিয়ে কোনও মন্তব্য না করলেও কম মাইনে তে আগামী মরশুমে লাল-হলুদে থাকার ইচ্ছে প্রকাশ করেন ভারতীয় দলের এই প্রাক্তন কোচ।