East Bengal FC: জাত চেনালেন মাদিহ তালাল, ম্যাচ জিতে কী বললেন এই তারকা?

Advertisements জয় দিয়ে মরসুম শুরু করল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। সোমবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান এয়ারফোর্স দলের বিপক্ষে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে দল।…

Advertisements

জয় দিয়ে মরসুম শুরু করল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। সোমবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান এয়ারফোর্স দলের বিপক্ষে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে দল। নিজেদের প্রথম ম্যাচেই গোল পেয়েছেন ডেভিড লালহানসাঙ্গা এবং দিমিত্রিওস ডায়মান্তাকস। এছাড়াও দুরন্ত গোল করেন সাউল ক্রেসপো।

   

প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে মাদিহ তালালের।‌ গোল করানোর পাশাপাশি মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষনভাগে হানা দিয়েছেন বারংবার।‌ যা অনায়াসেই চাপে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ দলকে। এই অনবদ্য পারফরম্যান্সের দরুন ম্যাচের সেরা নির্বাচিত হন তালাল। বলতে গেলে এখন থেকেই তাঁকে নিয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে আপামর লাল-হলুদ জনতা।

ম্যাচের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘জয় পাওয়ার জন্যই আমরা মাঠে নেমেছিলাম। আমরা সফল হয়েছি। আমরা সকলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সতীর্থরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। সেইজন্য মাঠে সেরাটা দিতে পেরেছি। তাদের ধন্যবাদ জানাই। প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীতে ডাউনটাউন দলের সাথে আমাদের খেলতে হবে। তারপরেই ডার্বি। প্রতিটি ম্যাচেই সেরাটা দিতে চাই।’

গত আইএসএল মরসুমে পাঞ্জাব এফসির জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল এই ফরাসি ফুটবলারের। টুর্নামেন্টের সর্বাধিক অ্যাসিস্ট ছিল মাদিহ তালালের। পরবর্তীতে মরসুম শেষে তাঁকে দলে টানে ইমামি ইস্টবেঙ্গল। যার সুফল এখন থেকেই পেতে শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড।