নিজেদের ঘরের মাঠে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে হোম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয়ে যায় কলকাতা ময়দানের এই প্রধানের। টুর্নামেন্টের এই প্রথম ম্যাচ জয়ের পর থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা যায় দলের সকল ফুটবলারদের। তারপর সেই ধারা বজায় রেখেই চলে আসে দ্বিতীয় জয়।
Also Read | Mohammedan SC : কবে থেকে কোথায় পাওয়া যাবে মহামেডান বনাম মুম্বাই ম্যাচের টিকিট?
কিছুদিন আগেই ইন্দোর স্টেডিয়ামে তাঁরা পরাজিত করে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে। এই জয়ের সুবাদে সাত পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলের তলানি থেকে এগারো নম্বরে উঠে আসে ইস্টবেঙ্গল। হাতে মাত্র কয়েকটা দিন তারপর আগামী ১২ ডিসেম্বর নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসির মুখোমুখি হতে হবে অস্কার ব্রুজনের ছেলেদের। এখন সেদিকেই নজর রয়েছে সকলের। হিসাব অনুযায়ী দেখলে এই আইএসএলের প্রথম লেগের ম্যাচে কলিঙ্গের বুকে শক্তিশালী ওডিশার কাছে পরাজিত হতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে।
অনবদ্য লড়াই করেও আসেনি জয়। সেই ধাক্কা ভুলে এবার বদলার লড়াই ইস্টবেঙ্গলের কাছে। তবে স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোর অনুপস্থিতি যথেষ্ট চিন্তার ফেলেছে সমর্থকদের। বলাবাহুল্য, গত চেন্নাইয়িন ম্যাচ খেলতে গিয়ে চোটের কবলে পড়তে হয়েছিল এই দাপুটে মিডফিল্ডারকে। যারফলে ম্যাচের মাঝামাঝি সময় তাঁকে তুলে নিয়েছিলেন অস্কার ব্রুজন। পরবর্ত হিসেবে মাঠে আসেন জিকসন সিং। কিন্তু সেখানেই শেষ নয়। মাঠের বাইরে যাওয়ার পরেও রেফারির সঙ্গে তর্ক করতে দেখা যায় সাউলকে। যারফলে হলুদ কার্ড দেখিয়ে বসেন ম্যাচ রেফারি। এই পরিস্থিতিতে ওডিশা ম্যাচে খেলা একেবারেই সম্ভব নয় এই তারকার।
Also Read | এই ভারতীয় ফুটবলারকে নিয়ে পরিকল্পনা সাদা-কালোর, রিলিজ করবে ক্লাব?
অন্যদিকে, চোট সমস্যা নিয়ে চেন্নাইয়িন এফসির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছিল গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকসকে। পরিবর্তে মাঠে এসেছিলেন ক্লেটন সিলভা। পরবর্তীতে চোটের গভীরতা বুঝতে গত সোমবার পরীক্ষা করা হয় সেই ক্ষতস্থানের। যতদূর জানা গিয়েছে, খুব একটা গুরুতর চোট নেই দিমির। তবে পেশিতে টান থাকায় আসন্ন ম্যাচে তাঁকে হয়তো মাঠে আনবেন না অস্কার। সেক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিতে দেখা যেতে পারে ক্লেটন সিলভাকে।
জয়ের এই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য লাল-হলুদ কোচ অস্কার ব্রুজন। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ই ডিসেম্বর নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। চলতি আইএসএলের প্রথম লেগের ম্যাচে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে অনবদ্য লড়াই করেও পরাজিত হতে হয়েছিল গতবারের সুপার কাপ জয়ীদের। শেষ মুহূর্তে গোল করে গিয়েছিলেন তারকা ডিফেন্ডার মুর্তাজা ফল। সেই হতাশা কাটিয়ে এবার বদলার লড়াই লাল-হলুদের কাছে।
East Bengal‘s Greek forward Dimitrios Diamantakos will sit out the Odisha FC match due to a minor muscle strain. Coach Oscar Bruzon prepares the team for a crucial ISL battle.