মোহনবাগান থেকে ফুটবলার ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল

Lalrinliana Hnamte

ফিফার শীতকালীন ট্রান্সফার সেশনে ইস্টবেঙ্গল এফসি (East Bengal) সকলকে চমকে দিল। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, মোহনবাগানের (ATK Mohun Bagan) সেন্ট্রাল মিডফ্লিডার লালরিনলিয়ানা হনামতে’কে (Lalrinliana Hnamte) সই করিয়েছে ইস্টবেঙ্গল। যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়টা এখনও সামনে আসেনি।

বছর ১৯ এর মিজোরামের এই ফুটবলার এফসি পুনে সিটির রিজার্ভ ইয়ুথ ফুটবল প্রজেক্ট থেকে উঠে এসেছে।২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ATKমোহনবাগানের সঙ্গে মিজো এই ফুটবলারের চুক্তি ছিল।সবুজ মেরুন জার্সি গায়ে খুব অল্প সময়ের জন্য মাঠে দেখা গিয়েছিল হনামতে’কে।

   

সেন্ট্রাল মিডিও পজিশনে খেলার পাশাপাশি ডিফেন্সিভ মিডফ্লিড এবং রাইট মিডফ্লিডে ইস্টবেঙ্গলের সেরা বিকল্প ফুটবলার হয়ে উঠতে পারে হনামতে।২০২১-২২ আইএসএল সেশনেও ইস্টবেঙ্গল দলে ছিল মিজো এই ফুটবলারে।ফের একবার লাল হলুদ জার্সি গায়ে চাপাতে দেখা যাবে তরুণ এই ফুটবলারকে, ফিফার শীতকালীন ট্রান্সফার সেশনের সৌজন্যে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন