East Bengal: এই কেরল তারকাকে দলে টানতে আরও একধাপ এগুলো ইস্টবেঙ্গল

গত আইএসএলে হতশ্রী পারফরম্যান্সের পর দলের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে কার্লোস কুয়াদ্রাতকে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) দায়িত্ব।

Nishu Kumar

গত আইএসএলে হতশ্রী পারফরম্যান্সের পর দলের ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে কার্লোস কুয়াদ্রাতকে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) দায়িত্ব। পরবর্তী দুই সিজেনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এই স্প্যানিশ কোচকে। বছর কয়েক আগে এই কোচের হাত ধরেই আইএসএল জয়ের স্বাদ পেয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।

এমনকি তাদের ফেডারেশন কাপ জেতানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কুয়াদ্রাত। এবার তাকে ভরসা করেই হারানো ছন্দ ফিরে পেতে চাইছে ইস্টবেঙ্গল। তবে শুধু মাত্র কোচ চূড়ান্ত করেই থেমে নেই লাল-হলুদ ম্যানেজমেন্ট। নতুন মরশুমের জন্য দল গঠনের ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে তারা।

তবে এক্ষেত্রে বিদেশি ফুটবলার সই করানোর জন্য কিছুটা ধীরে চলো নীতি ব্যবহার করা হলেও নিজেদের দেশীয় ব্রিগেড কে শক্তিশালী করার লক্ষ্যে বর্তমানে অন্যান্য দল গুলির সঙ্গে কোমর বেঁধে লড়াই করছে এই প্রধান। গত মাসের শুরু থেকেই শোনা যাচ্ছে, আগামী মরশুমের কথা মাথায় রেখে নাকি ওডিশা এফসির তারকা ফুটবলার নন্দকুমার শেখর কে চূড়ান্ত করে ফলেছে দল। সেইসাথে দলের পুরোনো সৈনিক তথা প্রাক্তন অধিনায়ক হরমনজোত সিং খাবরার সাথেও কথাবার্তা নাকি প্রায় চূড়ান্ত করে ফেলেছে দল।

তবে সেখানেই শেষ নয়। এবার সেই কেরালা ব্লাস্টার্সের সবচেয়ে ভরসাযোগ্য লেফটব্যাক নিশু কুমারকে দলে পেতে আরও একধাপ এগিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, গতকালই নাকি এই তারকা ফুটবলার কে চুক্তি পত্র পাঠিয়েছিল ইমামি ম্যানেজমেন্ট। আরও জানা গিয়েছে আগামী মরশুমের জন্য লাল-হলুদে আসতে নাকি যথেষ্ট আগ্ৰহ রয়েছে এই তারকা ফুটবলারের।

তবে এবার গোটা বিষয়টি নির্ভর করছে ট্রান্সফার ফি এর উপর। তবে এই ফুটবলার রাজি থাকায় আগামী মরশুমের জন্য তাকে দলে টানতে কেরল ম্যানেজমেন্টের সঙ্গে নাকি কথাবার্তা শুরু করেছে ইমামি কতৃপক্ষ। এক্ষেত্রে তাদের ট্রান্সফার ফি সংক্রান্ত বিষয়ে মতের মিল থাকলে চুক্তি চূড়ান্ত করবে দল।