রশিদকে রিজার্ভে রেখেই প্রথম একাদশ সাজাল লাল-হলুদ, এক নজরে

বুধবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কিবু ভিকুনার শক্তিশালী ডায়মন্ড হারবার এফসি।…

Why Mohammed Rashid Chose Jersey Number 74 for East Bengal FC

বুধবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কিবু ভিকুনার শক্তিশালী ডায়মন্ড হারবার এফসি। গত কয়েকদিন আগের ডার্বি ম্যাচের মত এই ম্যাচে ও নিজেদের প্রমাণ করার লক্ষ্য থাকবে সকল লাল-হলুদ ফুটবলারদের। লড়াইটা যে একেবারেই সহজ হবে না সেটা বলাই চলে। তার উপর রয়েছে কার্ডের সমস্যা। সব দিক মাথায় রেখেই এবার নিজেদের একাদশ সাজিয়েছেন কোচ অস্কার ব্রুজো।

যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন প্রভসুখান সিং গিল। রক্ষণভাগের দায়িত্বে থাকছেন যথাক্রমে আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, কেভিন সিবিলে এবং মহম্মদ রাওকিপ। দলের মাঝমাঠের দায়িত্বে থাকছেন নাওরেম মহেশ সিং, সাউল ক্রেসপো এবং ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা। দলের দুই উইংয়ে থাকছেন যথাক্রমে বিপিন সিং এবং এডমুন্ড লালরিন্ডিকা। এবং ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস দিয়ামান্তাকোস। উল্লেখ্য, গত ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে অনবদ্য দুইটি গোল করেছিলেন এই ফুটবলার।

   

সেই সুবাদেই জয়ের মুখ দেখেছিল দল। তা মাথায় রেখেই এবার তাঁকে প্রথম একাদশে রেখেই দল সাজিয়েছেন দলের হেডস্যার। এছাড়াও আজ শহরে এসে গিয়েছেন প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদ। তাঁকে প্রথম একাদশে রাখা হবে কিনা সেই নিয়ে ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। শেষ পর্যন্ত তাঁকে রিজার্ভে রেখেই ম্যাচ শুরু করছে ইস্টবেঙ্গল। এছাড়াও আপাতত রিজার্ভে থাকছেন যথাক্রমে পিভি বিষ্ণু, সৌভিক চক্রবর্তী, জিকসন সিং, দেবজিত মজুমদার এবং ডেভিড লালহানসাঙ্গার মতো খেলোয়াড়রা।

Advertisements