East Bengal: গোয়া থেকে এই ফুটবলারকে ছিনিয়ে নেওয়ার পথে মশালবাহিনী

সামনেই ভারতীয় ক্লাব ফুটবলের নতুন মরশুম। জুলাইয়ের শেষের দিকেই শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। তারপর রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের মতো টুর্নামেন্ট। তাছাড়া এবার এএফসির…

Nim Dorjee Tamang

সামনেই ভারতীয় ক্লাব ফুটবলের নতুন মরশুম। জুলাইয়ের শেষের দিকেই শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। তারপর রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের মতো টুর্নামেন্ট। তাছাড়া এবার এএফসির টুর্নামেন্টে ও অংশ নেবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। তাই আগের থেকে অনেকটাই শক্তিশালী দল গঠনের পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের।

এক্ষেত্রে বিদেশী ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডকে আরো মজবুত করার পরিকল্পনা রয়েছে লাল-হলুদের। তাই একাধিক তরুণ ফুটবলারদের সাইন করিয়েছে ময়দানের এই শক্তিশালী ফুটবল ক্লাব। ভবিষ্যতে যা অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের আপফ্রন্টকে।

   

কিন্তু সকলকে চিন্তায় রাখবে দলের রক্ষনভাগ। হিজাজি মাহের থেকে শুরু করে জর্ডন এলসের মতো বিদেশী ফুটবলারদের বাদ দিলে সকলের নজর থাকে লালচুংনুঙ্গার দিকে‌। বিগত বেশ কয়েকটি টুর্নামেন্ট ধরে একেবারেই ছন্দে নেই এই ফুটবলার। যা অন্যতম চিন্তার কারণ ম্যানেজমেন্টের কাছে। তাই এক্ষেত্রে তরুণ ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছিল ইস্টবেঙ্গল।

এবার তাদের নজর গিয়ে পড়েছে নিম দর্জি তামাংয়ের (Nim Dorjee Tamang) দিকে। একটা সময় মানালো মার্কেজের তত্ত্বাবধানে হায়দরাবাদ এফসির হয়ে খেলেছিলেন এই সেন্টার ব্যাক। জিতেছেন ইন্ডিয়ান সুপার লিগ। কিন্তু গত মরশুমেই তিনি যোগদান করেন এফসি গোয়াতে। সেখানেও খেলেছেন একাধিক ফুটবল ম্যাচ।

এমনকি গত কলিঙ্গ সুপার কাপে দলের জার্সিতে একটি গোলও পেয়েছেন এই ভারতীয় ডিফেন্ডার। হিসেব অনুযায়ী, গত মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে গোয়া শিবিরের। কিন্তু তাদের তরফ থেকে চুক্তি বাড়ানোর প্রস্তাব থাকলেও এই ফুটবলারকে পাওয়ার জন্য আসরে নেমেছে ইস্টবেঙ্গল। কথাবার্তাও নাকি এগিয়েছে অনেকটা দূর। শেষ পর্যন্ত আদৌ তিনি লাল-হলুদ জার্সিতে খেলেন কিনা সেদিকেই নজর থাকবে সকলের।