HomeSports Newsবাতিল কেল্টন! ডার্বির আগেই এই তারকাকে ফেরাচ্ছে ইস্টবেঙ্গল

বাতিল কেল্টন! ডার্বির আগেই এই তারকাকে ফেরাচ্ছে ইস্টবেঙ্গল

- Advertisement -

পঞ্চমীর রাতেই নতুন কোচ নির্বাচন করে কলকাতাবাসীকে চমক দিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তৃপক্ষ। চলতি আই এস এলের শুরু থেকেই বিপর্যয়ের মুখে পরে লিগ টেবিলের তলানিতেই রয়ে গেছে লাল- হলুদ শিবির। এর সাথে রয়েছে খেলোয়াড়দের চোট সমস্যা। গুরুত্বপুর্ণ ম্যাচে চোটের কারণে তারকাদের অনুপস্থিতি ভাবাচ্ছে ক্লাব সহ অগুনতি সমর্থকদের। তাই নতুন কোচ অস্কার ব্রুজোকে দলে আনার সাথে সাথে দলের কিছু ‘বুড়ো’ ঘোড়াদের ছেঁটে ফেলতে উদ্যোগী হয়ে পড়েছে মশালবাহিনী।

যে তালিকার মধ্যে রয়েছে প্রাক্তন অধিনায়ক কেল্টন সিলভা (Cleiton Silva) থেকে অভিজ্ঞ গোলকিপার দেবজিত মজুমদারের নাম। তবে ৩৮ বছর বয়সী অফ ফর্মে থাকা কেল্টনকে (Cleiton Silva) দ্রুতই নাকি ছেঁটে ফেলতে চায় মশালবাহিনী। তাঁর জায়গায় কিংবদন্তি রিভাল্ডোর একসময়ের সতীর্থ রবিনহোকেই দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে ক্লাব কোনো অফিসিয়াল কোনো কিছু না জানালেও ইতিমধ্যেই দলের বিভিন্ন ফ্যান পেজ থেকে টুইট করে বিষয়টি সর্ম্পকে নানাভাবে গুঞ্জন শুরু হয়েছে।

   

লাল হলুদ শিবিরের প্রিয় প্রফেসর কুয়াদ্রাত জমানা শেষ হওয়ার পরেই বাংলাদেশি দল বসুন্ধরা কিংসের দায়িত্বে থাকা অস্কার ব্রুজোকে দলে নিয়ে আসে ইস্টবেঙ্গল। এর আগে মুম্বাই সিটি এফসিকে কোচিং করিয়েছিলেন ব্রুজো। তবে শুধু ব্রুজোই নয়, বাংলাদেশি দলে তাঁর জমানায় থাকা ফিটনেস কোচ জেভিয়ার স্যাঞ্চেজকেও দলে নিয়ে আসেন মশালবাহিনীর সদস্যরা।

শোনা যাচ্ছে এই প্রস্তাবে লাল হলুদ শিবিরে নাকি জোর খাটিয়েছেন অস্কার। এমনকি কেল্টনের বদলে রবসন রবিনহোকে নিতেও নাকি তিনিই নির্দেশ দিয়েছেন ইস্টবেঙ্গলকে। বাংলাদেশি দল বসুন্ধরা কিংসের হয়ে অস্কার-রবিনহো জুটিতেই আকাশচুম্বী সাফল্য এসেছিল। তাই সেই সাফল্যকে কলকাতায় ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্তের দিকে আলোকপাত করেছে ক্লাব কমিটি।

একসময় কিংবদন্তি তারকা রিভালদোর সাথে খেলেছেন রবসন রবিনহো। বসুন্ধরার সাফল্যের অন্যতম কারিগর এই তারকা ফুটবলার। বাংলাদেশের সেরা ফুটবল লিগে খেলছেন দীর্ঘ দিন ধরে। এছাড়াও ব্রাজিলের মধ্যে বিভিন্ন লিগে সাফল্য রয়েছে তাঁর। সেকারণেই ট্রান্সফার উইন্ডো খোলার আগেই তাঁকে দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল ক্লাব।

তবে রবিনহোকে ফেরাতে আগ্রহী হলেও এই সিদ্ধান্তে খুশি নন সমর্থকরা। গতকাল ইস্টবেঙ্গলের একটি ফ্যান পেজ থেকে এক সমর্থক লেখেন, ” সিজনের মাঝে একাধিক প্লেয়ার চেঞ্জ করলে কি হতে পারে সেটা আমরা আগের সিজনেই দেখেছি। সুতরাং নতুন কোচ আসুক আর চুপচাপ কোচিং করাক, আর না হলে বিএনপি জয়েন করুক।”

প্রসঙ্গত উল্লেখ্য যে, আগের মরশুমে কেল্টনের নামের পাশে বারোটা গোল থাকলেও এ মরশুমে প্রথম তিনম্যাচ চূড়ান্ত আনফিট ছিলেন তিনি। তাঁর সাথে দলের হাজার গোল মিস। তবুও একটা একশো বছরের ইতিহাসের জগদ্দল, একটা বিশ হাজারি যুবভারতীর চেপে রাখা চিৎকার, একটা কয়েকলক্ষ দাঁত দিয়ে নখ খেয়ে ফেলা জনতার গুমোট সন্ধে সবকিছু কাঁধে নিয়ে চলেছেন এই সাঁইত্রিশের বুড়ো। এবার ইস্টবেঙ্গল কতখানি তাঁর মান রাখে সেটাই এখন দেখার বিষয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular