মেসি-সেলিসদের বিদায় জানাচ্ছে ইস্টবেঙ্গল, কবে শেষ হবে চুক্তি?

এবারের ফুটবল মরসুম খুব একটা ভালো কাটেনি ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। গতবার ডুরান্ড কাপের ফাইনাল খেললেও এবার সেটা সম্ভব হয়নি। আইলিগের এক দলের কাছে পরাজিত…

East Bengal Set to Release Raphael Messi Bouli and Richard Celis by End of May

এবারের ফুটবল মরসুম খুব একটা ভালো কাটেনি ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। গতবার ডুরান্ড কাপের ফাইনাল খেললেও এবার সেটা সম্ভব হয়নি। আইলিগের এক দলের কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। তা খুব একটা ভালোভাবে নেয়নি সমর্থকরা। সেই হতাশা কাটিয়ে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছে টানা ছয়টি ম্যাচ। দলের এমন বেহাল পরিস্থিতি দেখে শেষ পর্যন্ত কোচের পথ থেকে ইস্তফা দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। পরবর্তীতে অস্কার ব্রুজনের হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব।

Also Read | কেরলের বিপক্ষে নতুন পরিকল্পনায় বাগান ব্রিগেড!

   

এই নয়া কোচের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করলেও সেটা কার্যকরী হয়নি। বিশেষ করে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বে ভালো পারফরম্যান্স করার পর দেশের প্রথম ডিভিশন লিগেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ময়দানের এই প্রধানের। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যা। ছিটকে যেতে শুরু করেন একের পর এক হাইপ্রোফাইল ফুটবলার। সেইসাথে কার্ড সমস্যার দরুন যথেষ্ট ভুগতে হয়েছিল ইস্টবেঙ্গল দলকে। যার প্রভাব পড়েছিল ম্যাচের মধ্যে। এমন পরিস্থিতিতে সাফল্য পাওয়া যেয়ে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পেরেছিলেন অস্কার।

Also Read | কাইফের কটাক্ষ! প্রাক্তন মেন্টোরের বাঁ-ডান কৌশল অকার্যকর

সেইমতো খেলোয়ারদের বদল ও চেয়েছিলেন এই স্প্যানিশ কোচ। যারফলে তড়িঘড়ি করে দলের হাল ফেরাতে রিচার্ড সেলিসের পাশাপাশি রাফায়েল মেসি বাউলির মতো ফুটবলারদের দলে টানে মশাল ব্রিগেড। কিন্তু কাজের কাজ হল কোথায়। গতবারের মতো এবার কলিঙ্গ সুপার কাপে নিজেদের আধিপত্য বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটাও সম্ভব হয়নি। ছিটকে যেতে হয়েছে প্রথম ম্যাচেই। এমন তথৈবচ পারফরম্যান্স নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন সমর্থকরা। তবে এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করতে চাইছে ম্যানেজমেন্ট। আসলে এই হতাশা ভুলে নিজেদের হারানো ছন্দে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল।

সেক্ষেত্রে এবার দল থেকে ছাঁটাই করা হতে চলেছে দুই বিদেশি ফুটবলারকে। যাদের মধ্যে রয়েছেন ক্যামেরুনের তারকা ফুটবলার রাফায়েল মেসি বাউলি এবং ভেনিজুয়েলার ফরোয়ার্ড রিচার্ড সেলিস। উল্লেখ্য, গত উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাঁদের দলে টেনেছিল ইমামি ইস্টবেঙ্গল। প্রথমদিকে দুই ফুটবলার যথেষ্ট দৃষ্টিনন্দন ফুটবল খেললেও পরবর্তীতে ক্রমশ নিষ্ক্রিয় হতে শুরু করেন দুজনেই। গত কয়েক ম্যাচে যা লক্ষ্য করা গিয়েছে ব্যাপকভাবে। সেই সমস্ত কিছু মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে চলেছে ম্যানেজমেন্ট। যারফলে আগামী মে মাসের শেষেই লাল-হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে এই দুই ফুটবলারের।

Advertisements