HomeSports Newsইন্টার কাশীর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে ইস্টবেঙ্গল, কবে ?

ইন্টার কাশীর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে ইস্টবেঙ্গল, কবে ?

- Advertisement -

বর্তমানে নতুন মরসুমের জন্য জোরকদমে অনুশীলন চালাচ্ছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) সিনিয়র দল। প্রথম থেকেই যথেষ্ট সক্রিয় ভূমিকা থেকেছে কোচ কার্লেস কুয়াদ্রাতের। তাঁর নির্দেশ মতো ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি বিভিন্নভাবে প্রস্তুতি সারছে সকলে। যেখানে দেশীয় ফুটবলারদের পাশাপাশি যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছে সদ্য যোগ দেওয়া বিদেশি ফুটবলারদের।

   

হিজাজি মাহের থেকে শুরু করে মাদিহ তালাল। অনুশীলনের প্রথম দিনেই নজর কেড়েছেন সকলে। তাঁদের সাথে পাল্লা দিয়েই অনুশীলন করছেন নাওরেম মহেশ থেকে শুরু করে নন্দকুমার সেকাররা। বলতে লেগে নয়া সিজনে দলের জার্সিতে নিজেদের সবটা উজাড় করে দিতে চান ফুটবলাররা। তার মাঝেই উঠে আসলো নয়া তথ্য।

জানা গিয়েছে, আগামী ২০শে জুলাই ইন্টার কাশীর সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিতে চলেছে ইস্টবেঙ্গল। সব ঠিকঠাক থাকলে ‘সিওই’ গ্ৰাউন্ডে আয়োজিত হবে এই ম্যাচ। অভিযান শুরু করার আগে নিজেদের সকল ফুটবলারদের ভালো করে পরোখ করে নিতে চাইছেন কুয়াদ্রাত। যারফলে, এই ম্যাচে খেলতে দেখা যেতে পারে মাদিহ তালাল সহ ডেভিড লালহ্লানসাঙ্গার মতো ফুটবলারদের।

সপ্তাহ কয়েক আগেই ইন্টার কাশী দলের দায়িত্ব পেয়েছেন আরতা ইজুমি। তাঁর তত্ত্বাবধানে বর্তমানে অনুশীলন চালাচ্ছে বারাণসীর এই ফুটবল ক্লাব। মরসুম শুরু করার আগে এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই পক্ষের জন্য।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular