East Bengal: আইএসএলে লক্ষ‍্য স্থির ইস্টবেঙ্গলের

Cleitin Silva and Eliandro duo may fruitful for Emami East Bengal

চলতি ইন্ডিয়ান সুপার লিগে যদি ইস্টবেঙ্গকে (East Bengal) লিগ পর্যায়ে শেষ ছয়ে স্থান করে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন ক্লেইটন সিলভা। চলতি ইন্ডিয়ান সুপার লিগে অসাধারণ পারফরম্যান্স দিচ্ছেন তিনি লাল-হলুদের জার্সি গায়ে। এখনও অবধি সাতটা গোল করে ফেলেছেন তিনি। বলা যায় ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগকে নেতৃত্ব দিচ্ছেন একেবারে সামনে থেকে।

এমন দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া সত্বেও এখনই বেশি রকমের কোনও বাড়াবাড়ি করতে চাইছেন না সিলভা। তার কাছে হিসেব খুব স্পষ্ট। ভালো মতোই জানেন শেষ ছয়ে শেষ করতে হলে এখনো জিততে হবে ৬ টা ম‍্যাচ।তবে এখন তার যাবতীয় ফোকাস সামনের দুই ম‍্যাচ, ওডিশা এবং জামশেদপুরের বিরুদ্ধে ম‍্যাচ।

   

তিনি জানিয়েছেন প্রথম ছয় দলের মধ্যে স্থান করে নিতে হলে এই দুই ম‍্যাচ থেকে বেশি পরিমাণে পয়েন্ট সংগ্রহ করে নিতে হবে তাদের।
নিজের খেলায় খুশি।কিন্তু তার থেকেই তিনি বেশি তার অবদান তার দলের স্বার্থে লেগেছে। জানিয়েছেন আগামী ম‍্যাচ গুলোতেও দল হয়ে খেলার উপর আরও বেশি করে জোড় দেবেন।

প্রশংসা করেছেন সতীর্থ মহেশের। এবার মহেশ – ক্লেইটন সিলভা জুঁটির ফুটবল ভীষণ আনন্দ দিচ্ছে লাল-হলুদ সমর্থকদের।মহেশ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে সিলভা বলেছেন,তার সাথে ভীষণ ভালো বোঝাপড়া তৈরী হয়েছে। ভুল হলে বোঝার চেষ্টা করে।পাশাপাশি তার শেখার ইচ্ছার’ও প্রশংসা করেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন