East Bengal: পরাজিত মহামেডান, ডেভলপমেন্ট লিগে এবার ডার্বি জয় লাল-হলুদের

চিরপ্রতিবন্ধী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে পরাজয় ঘটে ছিল বিরাট ব্যবধানে। পাঁচটি গোল খেতে হয়েছিল দলকে। যা নিয়ে প্রচন্ড হতাশা দেখা দিয়েছিল ফুটবলারদের মধ্যে। তবে…

mohammedan sc East Bengal

চিরপ্রতিবন্ধী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে পরাজয় ঘটে ছিল বিরাট ব্যবধানে। পাঁচটি গোল খেতে হয়েছিল দলকে। যা নিয়ে প্রচন্ড হতাশা দেখা দিয়েছিল ফুটবলারদের মধ্যে। তবে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন দলের কোচ। সেটাই হল এবার। কয়েকদিনের মধ্যেই এবার তারা পরাজিত করল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাবকে। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল মশাল ব্রিগেড (East Bengal )। লাল-হলুদ জার্সিতে গোল পেলেন শ্যামল বেসড়া। এছাড়াও আত্মঘাতী গোল করেন জোসেফ।

আজকের এই জয়ের ফলে অনেকটাই আত্মবিশ্বাস ফিরল দলের ছেলেদের। পাশাপাশি এই ফুটবল লিগের পরবর্তী রাউন্ডে চলে গেল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বলাবাহুল্য, গত ম্যাচে পর এই ম্যাচের শুরু থেকেই কিছুটা চাপে ছিল ফুটবলাররা। পরবর্তীতে যত সময় এগিয়েছে আক্রমণ বাড়িয়েছে বিনো জর্জের ছেলেরা।

পরবর্তীতে সেখান থেকেই চলে আসে গোল। তবে সেটি রক্ষনাত্মক ভাবে। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছু সময় পরেই নিজের গোলে বল ঢুকিয়ে দেন সাদা-কালো দলের ফুটবলার।

তার কিছু সময় পরেই গোল পান শ্যামল বেসড়া। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি ব্ল্যাক প্যান্থার্সের ছোটদের। যারফলে, কিছুটা হলেও ছন্দে ফিরে আসল ইস্টবেঙ্গল। এই জয় বর্তমানে অনেকটা আত্মবিশ্বাস বাড়াবে জেসিনদের।