RFDL: রক্ষণের ভুলে দু’গোলে হারল ইস্টবেঙ্গল

East Bengal Secures Semi-Final Berth in RFDL

চলতি আরএফডিএল-এর (RFDL) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। গত ম্যাচে হোম মিশনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল। পরের ম্যাচেই পরাজয়। ০-২ গোলে হারল ইস্টবেঙ্গল।

Advertisements

মঙ্গলবার সকালে ইস্টবেঙ্গলের RFDL ম্যাচ ছিল দিল্লি ফুটবল ক্লাবের বিরুদ্ধে। এদিনের ম্যাচের কোনও পক্ষই চোখে পড়ার মতো ভালো ফুটবল খেলতে পারেনি। ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি দুই দলই মাঝমাঠে খেলা তৈরি করে আক্রমণ গড়ার চেষ্টা করেছিল। তাড়াহুড়ো করতে গিয়ে বারংবার ভুল করে ফেলেছিল দুই দলের ফুটবলাররা।

দিল্লি ফুটবল ক্লাবের উইংগার কুন্তল পাকিরা বরং এই ম্যাচে নজর কেড়েছেন। বাম প্রান্ত ধরে তাঁর দৌড় নজর কেড়েছে একাধিকবার। ২৫ মিনিটে ইস্টবেঙ্গলের রাইট ব্যাককে ড্রিবল করে বেরিয়ে যান কুন্তল। বেশ কিছুটা দৌড়ে প্রতিপক্ষের বক্সে বাড়িয়ে দেন নিখুত ক্রস। দিল্লি এফসির আগুয়ান ফুটবলার পা ছুঁইয়ে বল জালে জড়াতে ভুল করেননি। ১-০ গোলে এগিয়ে যায় দিল্লি এফসি।

Advertisements

৭১ মিনিটে ইস্টবেঙ্গলের গোলকিপারের ভুলে দ্বিতীয় গোল হজম করে ইস্টবেঙ্গল। বাম প্রান্তে ফ্রি কিক পেয়ে গিয়েছিল দিল্লি এফসি। সেখান থেকে নেওয়া ডিরেক্ট শট বুঝতে পারেননি লাল হলুদ গোল রক্ষক। উড়ে আসা আপাতভাবে নির্বিষ বল গোলকিপার ধরতে পারেননি। বল জড়িয়ে যায় জালে। দুই গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। ম্যাচ জিতে নেয় দিল্লি এফসি।