অনূর্ধ্ব ১৮ এলিট লিগে দুরন্ত জয় লাল-হলুদের

বর্তমানে এলিট লিগে দারুন ছন্দে ইস্টবেঙ্গলের ছোটরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুরে হাওড়ার গঙ্গাধরপুর বিএড কলেজ গ্রাউন্ডে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের…

EB

বর্তমানে এলিট লিগে দারুন ছন্দে ইস্টবেঙ্গলের ছোটরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুরে হাওড়ার গঙ্গাধরপুর বিএড কলেজ গ্রাউন্ডে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট এফএ। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। দলের হয়ে গোল পেয়েছেন যথাক্রমে রাজ গাজী এবং শেখর সর্দার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে সকল তরুণ ফুটবলারদের।

Advertisements

বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে খেলতে দেখা গিয়েছিল ছোটদের। তারপর ম্যাচের প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে অর্থাৎ ২৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেছিলেন রাজ গাজী। যদিও শেষ পর্যন্ত ১-১ গোলের অমীমাংসিত ফলাফল নিয়ে শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল তুলে নিয়ে দলকে এগিয়ে দিতে তৎপর ছিল লাল-হলুদের ছোটরা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে ঢুকলেও গোলের দেখা মিলছিল না সহজে।

   

তবে ৬৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন শেখর। তারপর বেশ কয়েকবার চেষ্টা করে ও পুনরায় গোলের মুখ খোলা সম্ভব হয়নি প্রতিপক্ষ দলের পক্ষে। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে আসে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ আগেই এই অনূর্ধ্ব ১৮ এলিট লিগের ডার্বি ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে সেই ম্যাচে এসেছিল জয়। তারপর আজকের এই ম্যাচে ও বজায় থাকল জয়ের ধারা।

Advertisements