গত ফুটবল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স হয়নি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরের। প্রথম দিকে লড়াকু মেজাজে ক্লেটনদেরকে দেখা গেলেও ম্যাচ যত এগিয়েছে ততই নাস্তানাবুদ হতে হয়েছে সকলকে।
ফলে,লিগ টেবিলের তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে মশাল ব্রিগেড। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী মরশুমে ভালো ফল করার লক্ষ্যে আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাত কে দলে তুলে নিয়েছে লাল-হলুদ শিবির। তবে এখানেই শেষ নয়। নতুন কোচের পাশাপাশি দল গঠনের কাজে নেমে পড়েছে ইমামি ম্যানেজমেন্ট। গত মাসের মাঝামাঝি সময় থেকে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার আসার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত কলকাতায় আসতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি। তারপরেই বেঙ্গালুরু এফসির আইএসএল জয়ী কোচ কে চূড়ান্ত করে ইস্টবেঙ্গল।
পাশাপাশি দল গোছানোর কাজ ও শুরু করে দেয় ইমামি ম্যানেজমেন্ট। গত বছরের খেলোয়াড়দের মধ্যে ক্লেটন সিলভা ও নাওরেম মহেশ সিং কে দলে রেখে নতুন করে খেলোয়াড় সই করিয়ে ঘর গোছানোর পরিকল্পনা নিয়েছে লাল-হলুদ। সেইমতো গত কয়েকদিন ধরেই নাকি ওডিশার তারকা ফুটবলার নন্দকুমার শেখর ও চেন্নাইনের ভরসাযোগ্য রাইট ব্যাক এডুইন ভান্সপাল কে নেওয়ার কথা শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। যদিও সেই নিয়ে এখনো কিছু জানানো হয়নি ক্লাবের তরফে। কিন্তু মনে করা হচ্ছে দল বদলে এই ফুটবলারের দলে আসার সম্ভাবনা প্রায় নব্বই শতাংশ নিশ্চিত।
এছাড়াও জামশেদপুর এফসির তরুন ফুটবলার তথা ভরসাযোগ্য উইঙ্গার ফারুখ চৌধুরীকে দলে টানতে চাইছে ইস্টবেঙ্গল। বর্তমানে তিনি বুথরয়েডের দলে খেললে ও আগামী মাসের চুক্তি শেষ হচ্ছে তার। সেই সুযোগ কে কাজে লাগিয়েই ফারুখ কে আনতে চাইছে লাল-হলুদ। শোনা গিয়েছে, গত কয়েকদিন আগেই নাকি তার সাথে প্রাথমিকভাবে কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল। তবে আইএসএলের আরেকটি ক্লাবের অফার ও নাকি রয়েছে এই তরুন প্রতিভার কাছে। শেষ পর্যন্ত তিনি কোথায় সই করেন, এখন সেটাই দেখার।