আরও একজনকে বিদায় জানাল East Bengal

নতুন মরসুম শুরু হওয়ার আগে আরও একজনকে বিদায় জানাল ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদ ক্লাবের সঙ্গে ছিন্ন হল মোবাসির রহমানের (Mobashir Rahman) সম্পর্ক। শুক্রবার সোশ্যাল…

East Bengal said good bye to Mobashir Rahman

নতুন মরসুম শুরু হওয়ার আগে আরও একজনকে বিদায় জানাল ইস্টবেঙ্গল (East Bengal)। লাল হলুদ ক্লাবের সঙ্গে ছিন্ন হল মোবাসির রহমানের (Mobashir Rahman) সম্পর্ক। শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মোবাসিরের প্রস্থান সংবাদ দিয়েছে ক্লাব।

   

ISL: কঠিন চ্যালেঞ্জের সামনে মোহন-ইস্ট! মরসুম শুরু হওয়ার আগে বড় ‘টার্গেট’

২০২২ সালে অনেক প্রত্যাশা নিয়ে মোবাসির রহমানকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। দেশে অন্যতম উঠতি ফুটবলারদের মধ্যে অন্যতম হিসেবে তাঁর নাম গণ্য করা হতো। কলকাতার বড় ক্লাবে সই করার পর প্রত্যাশা মতো খেলতে পারেননি এই তরুণ মিডফিল্ডার। লাল হলুদ জার্সিতে খেলেছিলেন বেশ কিছু ম্যাচ। ফুটবল প্রতিভার পরিচয় পাওয়া গেলেও মোবাসির ধারাবাহিক ছিলেন না। ২০২৪-এ তাঁকে লোনে চেন্নাইয়িন এফসিতে পাঠিয়েছিল ইস্টবেঙ্গল। সেখানে কিছু ম্যাচ খেলেছিলেন।

 

মোবাসিরকে ইস্টবেঙ্গল আর ধরে রাখবে না এই সম্ভাবনার কথা আগেই অনুমান করা গিয়েছিল। লাল হলুদ ব্রিগেডের হেড স্যার কার্লেস কুয়াদ্রত জানিয়েছিলেন, যে ফুটবলররা খুব একটা সুযোগ পাচ্ছেন না, তাঁদেরকে বিদায় জানানো হতে পারে। সেই মতো মোবাসির রহমানের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নিল ইস্টবেঙ্গল। যোগ দেবেন নতুন দলে।

মেসির পেনাল্টি মিস, সেভ করলেন এমি, সেমিফাইনালে Argentina

মোবাসির জামশেদপুর এফসিতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। নতুন মরসুমের সঙ্গে নিজেকেও নতুন করে প্রমাণ করতে চাইবেন ঝাড়খণ্ডের এই ফুটবলার। জামশেদপুর এফসি এবার স্থানীয় ফুটবলার নিযুক্ত করার ব্যাপারে জোর দিচ্ছে। সেক্ষেত্রে মোবাসির রহমানকে দলে নেওয়া হলেও হতে পারে।