জল্পনার অবসান, মাদিহ তালালকে বিদায় জানাল ইস্টবেঙ্গল

সায়ন সেনগুপ্ত, কলকাতা: মাদিহ তালালকে রিলিজ করে দিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বিগত কয়েক মাস ধরেই এই বিদেশি ফুটবলারের দলে থাকা নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক ধোঁয়াশা। অবশেষে…

East Bengal FC star midfielder Madih Talal

সায়ন সেনগুপ্ত, কলকাতা: মাদিহ তালালকে রিলিজ করে দিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বিগত কয়েক মাস ধরেই এই বিদেশি ফুটবলারের দলে থাকা নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক ধোঁয়াশা। অবশেষে সমস্ত কিছুর অবসান ঘটল আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তালালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব। সেই নিয়ে কিছুটা হলেও হতাশ লাল-হলুদ সমর্থকরা। ক্লাবের তরফে তাঁর ছবি আপলোড করে লেখা হয় মাদিহ তালালের সঙ্গে পারস্পরিক সম্মতিতে চুক্তি শেষ করছে ইস্টবেঙ্গল। তাঁর দক্ষতা, কৃতজ্ঞতা, সক্রিয়তা আজীবন সকলের মনে থেকে যাবে।

Advertisements

উল্লেখ্য, গত ফুটবল মরসুমে ইস্টবেঙ্গল দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছিলেন মাদিহ তালাল। সেবার ডুরান্ডের হতাশার পর ইন্ডিয়ান সুপার লিগের প্রথম থেকেই দলের মাঝমাঠের চালিকা শক্তি হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন এই ফরাসি ফুটবলার।তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাতের সময় হোক কিংবা বর্তমানের কোচ অস্কার ব্রুজো। দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মাদিহ তালাল। কিন্তু ছন্দপতন হয়েছিল টুর্নামেন্টের প্রথম লেগের শেষের দিকে। নিজেদের ঘরের মাঠেই শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে গিয়েই দেখা দিয়েছিল বিপত্তি। সেই ম্যাচেই বল দখলের লড়াইয়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন মাঝমাঠের এই তারকা।

   

হুগো বুমোসের সাথে সংঘর্ষের পর মাটিতে পড়ে গিয়ে প্রবল যন্ত্রনায় মাঠের মধ্যেই আর্তনাদ করতে দেখা গিয়েছিল এই মিডফিল্ডারকে। যারফলে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল এই দাপুটে ফুটবলারকে। তা দেখে প্রায় সকলেই অনুমান করতে পেরেছিলেন যে আগামী বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে দলের এই ভরসাযোগ্য মিডফিল্ডারকে। কিন্তু সাময়িক সুশ্রুষার পর মাঝে একবার মাঠে ফিরে আসলেও খুব একটা সময় সক্রিয়তা দেখাতে পারেননি এই দাপুটে ফুটবলার। শেষ পর্যন্ত তাঁকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন অস্কার। পরবর্তীতে সেই সম্ভবনা সত্যি হয়।

পুরো মরসুমের জন্য ছিটকে যেতে হয়েছিল আইএসএলের এই সক্রিয় ফুটবলারকে। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে বড়সড় প্রভাব ফেলেছিল দলের মধ্যে। যারফলে গত সিজনে ও আইএসএলের সুপার সিক্স নিশ্চিত করতে পারেনি মশাল ব্রিগেড‌। পরবর্তীতে এএফসির মঞ্চে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। সীমিত শক্তি নিয়ে লড়াই চালিয়ে ও ছিটকে যেতে হয়েছিল আর্কাদাগের কাছে পরাজিত হয়ে। সেই হতাশা কাটিয়ে এবারের ডুরান্ড কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের সেমিফাইনালে।


❓ FAQs

Q1. মাদিহ তালালকে কেন রিলিজ করল ইস্টবেঙ্গল?
👉 চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় এবং সক্রিয় পারফরম্যান্সে ঘাটতির ফলে পারস্পরিক সম্মতিতে চুক্তি শেষ করা হয়েছে।

Q2. মাদিহ তালাল কোন পজিশনে খেলতেন?
👉 তিনি ছিলেন মিডফিল্ডার, যিনি মাঝমাঠের চালিকা শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

Q3. কোন ম্যাচে চোট পান মাদিহ তালাল?
👉 ওডিশা এফসির বিপক্ষে ম্যাচে হুগো বুমোসের সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পান তিনি।

Q4. তালালের বিদায়ে ইস্টবেঙ্গলের দলে কী প্রভাব পড়বে?
👉 মাঝমাঠে অভিজ্ঞ বিদেশি ফুটবলারের অভাব হবে, তবে নতুন সাইনিংয়ের মাধ্যমে সেই ঘাটতি পূরণের চেষ্টা করবে ক্লাব।

Q5. তালালের পরিবর্তে কাকে দলে আনার সম্ভাবনা আছে?
👉 এখনও ইস্টবেঙ্গল অফিসিয়ালি ঘোষণা করেনি, তবে নতুন বিদেশি মিডফিল্ডার নেওয়ার সম্ভাবনা প্রবল।

Q6. সমর্থকদের প্রতিক্রিয়া কী হয়েছে?
👉 সমর্থকদের একাংশ হতাশ হলেও, সবাই ক্লাবের সিদ্ধান্তকে বাস্তব পরিস্থিতির কারণে মেনে নিয়েছেন।


🔑 East Bengal latest transfer news, ISL 2025 East Bengal, Madih Talal injury update, East Bengal foreign players, Oscar Bruzon East Bengal squad